কার্ত্তিক পাল, Newsbazar 24: গাজোলে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ৩ যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার গাজোল ব্লকের জামতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনা শুনতে পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। মৃতদেহ তিনটি উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায় , মৃত তিন যুবকের নাম উজ্জল পাল (২৪) বাড়ি গাজলের বেলডাঙা এলাকায়। কালীপদ তুরি(২১) বাড়ি গাজলের পাঁচ পাড়া এলাকায় ও সুরজিৎ রায় (১৫) বাড়ি গাজলের পাঁচ পাড়া এলাকায়। জানা যায় মালদা থেকে একটি যাত্রিবাহী গাড়ি বালুরঘাটের দিকে যাওয়ার পথে উল্টো দিকে আসা একটি মোটরসাইকেল এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মোটরসাইকেল থাকা তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অন্যদিকে মৃতদেহগুলি আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘাতক গাড়ি ও মোটরবাইকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
Post your comments about this news