দেবব্রত দত্ত, কলকাতা(news bazar24) : সংসার চালাতে ফুটপাতে বসেছে কলকাতার এক সময়ের ব্যাস্ত সঙ্গীত শিল্পী নিলিশা। সামনে দুধ, পাউরুটি, কুকিজ, বিস্কুটের সমাহার। দুই দাদার সহযোগিতায়, নিজের ব্যাঙ্কে থাকা সঞ্চয় ভাঙিয়ে নিলিশা এখন পুরোদস্তুর দোকানদার।প্রতিদিন সকাল ৬টায় হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশে ফুটপাতে নিজের বিকল্প পেশার ডালা খুলে বসে নিলিশা। ব্রতী হয় নতুন এক জীবন সংগ্রামে।যতদিন করোনার প্রকোপ না কাটছে, যতদিন না ফেরা যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দে, ততদিন এটাই পেশা। তাই আপাতত পাল্টে যাওয়া জীবনে দোকানদার হিসেবে সকাল বিকেলের অচেনা ব্যাস্ততা নিলিশার জীবনে।
কে এই নিলিশা ?
নিলিশা বসাক। বয়স মাত্র ২৪-২৫। স্নাতক পাশ করে সঙ্গীতকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। কলকাতা থেকে জেলার বিভিন্ন মেলা, জলসা, সেমিনারে গান গাইয়ের জগতে নিলিশা বেশ পরিচিত নাম। দুর্গা পূজা কিম্বা কালিপুজা বা নববর্ষে বিভিন্ন রাজ্যের প্রবাসী বাঙালিদের কাছে খুব পরিচিত শিল্পী নিলিশা। তবে এই নিলিশার জীবন বদলে যায় ২০২০র মার্চ থেকে। বন্ধ হয়ে যায় পেশা। লক ডাউনে চলে যায় এই শহর, রাজ্য ও দেশ। জুন থেকে ধাপে ধাপে আনলক হয়েছে দেশ। কন্টেনমেন্ট জোন ছাড়া অন্যত্র স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করবে আম জনতার জনজীবন।তবে লোক সমাগমের বাঁধা থাকার জন্য হচ্ছেনা কোন অনুষ্ঠান। আসছেনা অনুষ্ঠান করার ডাক । আর তাই আজ পেশা বদল ।
ক্যান্সারকে হারিয়ে মাধ্যমিকে ৭২ শতাংশ রায়গঞ্জের জয়শ্রীর
Post your comments about this news