ডেস্ক, ৩রা আগস্টঃ কাশ্মীর উপত্যকায় অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে গৃহবন্দি করা হল পিডিপি নেত্রী মেহবুবা মুফতি , এনসি নেতা ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোনকে। সরকারি সূত্র মারফত জানতে পারা গেছে এ কথা। রবিবার রাতেই উপত্যকার এই তিন নেতা নেত্রীকে গৃহবন্দি করা হয়েছে।
জঙ্গি নাশকতার আশঙ্কা রয়েছে উপত্যকায়। হামলার ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। পর্যটকদেরও ফিরে যেতে আগেই নির্দেশ দিযেছিল প্রশাসন। উপত্যকাজুড়ে গত কয়েকদিনে ৩৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।আতঙ্কের পরিবেশ গোটা ভূস্বর্গে। বিরোধীদের অবশ্য দাবি, জম্মু-কাশ্মীরকে দেওয়া সংবিদানের বিশেষ ক্ষমতা ৩৫-এ ধারা বিলোপের জন্যই কৌশলে এই পরিস্থিততির সৃষ্টি করেছে কেন্দ্র। প্রতিবাদে সোচ্চার পিডিপি, এনসি সহ রাজ্যের রাজনৈতিক দলগুলি।
তাই এদেরকে গৃহবন্দি করা হয়েছে তাদের গৃহবন্দি করা হতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন ওমর আবদুল্লা । তিনি ট্যুইটে জানিয়েছেন, ‘আমি মনে করছি আমাকে আজ মধ্যরাত থেকে গৃহবন্দি করা হবে। অন্য মূলধারার নেতাদের জন্যও ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, এটা সত্যি কিনা তা জানার উপায় নেই। তবে যদি হয় তবে আমি আপনাদের সবাইকে অন্যদিক থেকে দেখতে পাব। আল্লাহ আমাদের রক্ষা করুন।'
পিডিপি নেত্রী ট্যুইটে জানিয়েছেন, ‘এইরকম কঠিন সময়ে, আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, যাই হোক না কেন, আমরা এক সাথে থাকব এবং লড়াই করব। রাজ্যের জন্য আমাদের লড়াইয়ের প্রচেষ্টা কে কোনভাবেই ভাঙা যাবে না।'
Post your comments about this news