প্রলয় চক্রবর্তী ,newsbazar24 ঃ ১ এপ্রিল থেকে মধ্যবিত্ত কে ভাতে মাড়তে চলেছে কেন্দ্র । সরকারের সিদ্ধান্তে মাথায় হাত পরতে চলেছে মধ্যবিত্ত দের । কেন্দ্রের নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বার্ষিক সুদ ৪% থেকে কমিয়ে করা হল ৩.৫%। খালি তাই নয় এর পাশাপাশি বার্ষিক আমানতেও সুদ কমানোর ঘোষণা করেছে কেন্দ্র।
২ ) সুদ কমল আপনার ভবিষ্যতের সঞ্চয় পিএফেও। এক বছরের আমানত সঞ্চয়ে সুদের হার ৫.৫ শতাংশ থেকে কমে হল ৪.৪%। ২ বছরের আমানতে এখন মেলে ৫.৫% সুদ। তা কমে হল ৫ শতাংশ। ৩ বছর ও ৫ বছরের আমানতেও সুদ কমে হয়েছে যথাক্রমে ৫.১% ও ৫.৮%।
৪ ) প্রবীণ নাগরিকদের সঞ্চয়েও সুদ কমেছে। এখন মেলে ৭.৪%। তা কমে হল ৬.৫ শতাংশ। এম আই এস অ্যাকাউন্টে সুদের হার ৬.৬ শতাংশ থেকে কমে হয়েছে ৫.৭ শতাংশ।
৫) কর্মচারী ভবিষ্যৎ নিধি বা পিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও কিষান বিকাশপত্র ও সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও কমেছে সুদের হার। পিএফে সুদ মেলে ৭.১ শতাংশ। তা কমে হল ৬.৪%।
৬ ) সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক সুদ ৭.৬ শতাশ থেকে কমে হল ৬.৯%।
৭) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদের হার ৬.৮ শতাংশ থেকে কমে হল ৫.৯ শতাংশ। কিসান বিকাশপত্রে ১২৪ মাসের সঞ্চয়ে সুদ পাওয়া যায় ৬.৯ শতাংশ। সুদের হার কমে হল ৬.২ শতাংশ।
Post your comments about this news