news bazar24: করোনা ভাইরাস তার উপসর্গ বদলালো ! এখন থেকে খালি পায়ে হাঁটা বা মাটিতে বসাও ভয়ানক হতে পারে
করোনা ভাইরাস তার উপসর্গ আবার বদলে ফেললো । এ যেন গিরগিটি ,ঘন ঘন রঙ বদলায়। এবার করোনার নতুন উপসর্গ হল , হঠাৎ করে ঘ্রাণ ও স্বাদ শক্তি হারিয়ে ফেলা । পাশাপাশি জ্বর; কাশি, দুর্বলতা, প্রশ্বাসের সমস্যা, গলাজ্বালা আর ডায়রিয়া করোনা সংক্রমণের উপসর্গ থাকলেও থাকতে পারে। যদিও সেই গাইডলাইনে বলা হয়েছে এই সংক্রমণ একমাত্র দুটি মানুষের ঘনিষ্ঠতা থেকে ছড়িয়ে পড়ছে। হাঁচি বা কফের সাথে মুখ দিয়ে বেরনো ড্রপলেট এই সংক্রমণ বাড়াচ্ছে। কোনওভাবে সেই ড্রপলেট (droplets transmission) মাটিতে পড়লে, তার সঙ্গে ভাইরাস বেরোচ্ছে এবং বাড়ছে । বায়ুমণ্ডলে সে অনেক দিন সক্রিয় থাকছে। একজন সুস্থ মানুষ সেই মাটি স্পর্শ করার পর চোখ, নাক বা মুখে হাত দিলে সংক্রমিত হচ্ছেন তিনি।" নতুন যে গাইডলাইন, তাতে আরও উল্লেখ, যাঁরা ষাটোর্ধ্ব, তাঁরা সংক্রমণের নিরিখে বিপজ্জনক। পাশাপাশি ডায়বেটিস, উচ্চ রক্তচাপ আর হৃদযন্ত্রের সমস্যা আছে, এমন রোগীও সংক্রমণ প্রবণ। তাই এখন থেকে খালি পায়ে হাঁটা বা মাটিতে বসাও ভয়ানক হতে পারে ।
Post your comments about this news