Newsbazar 24, ১৬ই জুন, করোনা আতঙ্কে প্রবল জ্বরে আক্রান্ত এক বৃদ্ধকে রাস্তার ধারে ফেলে রেখে পালালো এক এ্যাম্বুলেন্স। ঘটনার তদন্ত চেয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় লোকজনরা। এমনই ঘটনায় মঙ্গলবার বিকেলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের ১০নং মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের জোড়া বটগাছ এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় কোচপুকুর গ্রামের বাসিন্দা বাদল দাস নামে এক বৃদ্ধকে দু’দিন আগে প্রবল জ্বর নিয়ে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করানো হয়েছিল। কিন্তু আজ আচমকাই তার বাড়ি থেকে মাত্র একশো মিটার দুরে জোড়া বটগাছের নিচে রায়গঞ্জ-হাতিয়া সড়কের ধারে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবী একটি এ্যাম্বুলেন্সে ওই বৃদ্ধকে নিয়ে এসে রাস্তার পাশে ফেলে চম্পট দেয় বলে অভিযোগ। এদিকে খবর চাউড় হতেই এলাকাবাসীরা জড়ো হয়ে রাস্তা বাঁশ দিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। এরপর বৃদ্ধকে একটি অ্যাম্বুলেন্সে চাপিয়ে হেমতাবাদ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি কারনে ওই এ্যাম্বুলেন্স তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছে তার পুর্ণাঙ্গ তদন্তের দাবিতে এলাকাবাসীর এই অবরোধ বলে জানা গিয়েছে।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর
Post your comments about this news