কনিকা বিশ্বাস, news bazar24: মালদা বাসী সাবধান । করোনা আতঙ্কের পর এবার মালদার মহারাজপুর অঞ্চলে এখন মানুষের জলে আতঙ্ক । এই এলাকার অধিকাংশ মানুষ আজ থেকে আর স্নান করবে না বলে মনস্থির করেছে। অনেকে নদীর ধারে সকালের কাজ করতেও যাবে না বলে জানিয়ে দিয়েছে । আপনি হয়ত ভাবছেন মহারাজ পুরের আতঙ্ক আমাদের কি ? আরে.........আসল ঘটনা শুনলে আপনিও আতঙ্কে ঠাকুর কে ডাকতে শুরু করবেন। করোনার পর নদী পথে মালদায় কুমীরের দল । যা কিনা শহরের রেল কলোনি, গয়েশপুর, মঙ্গল বাড়ি, বাচামারি, থেকে অভিরাম পুর হয়ে খগেন মুরমুর এলাকা বুলবুল চণ্ডী এলাকা পর্যন্ত বিচরণ করতে পারে। নদীর পারে জঙ্গলে ঘুরে বেড়ানো অনেক মুরগি, ছাগল নিখোঁজ মহারাজ পুর এলাকায়। স্থানীয় মানুষদের বয়ান মত অনেক গুলো কুমির এসেছে মহানন্দায় । যা আপনার পাড়ার পাশে নদীর ধারে যে কোন সময় আসতে পারে। অল্প সময়ের ভিডিও দেখুন মন দিয়ে............
আরও পড়ুন
Post your comments about this news