Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

কয়লা পাচার কান্ডে এবার রাজ্যের আট আইপিএস অফিসারকে তলব ইডি

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Newsbazar24: এবার কয়লা পাচারকাণ্ডে ফের তৎপরতা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চলতি মাসের ১৫ই অগস্টের পর পরই রাজ্য পুলিশের মোট ৮ আইপিএস আধিকারিককে দিল্লিতে তলব করেছে ইডি। এই ৮ আইপিএস অধিকারিকদের প্রত্যেকে আলাদা আলাদা দিনে তলব করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, এই আট জনের তালিকায় রয়েছেন রাজীব মিশ্র ,সুকেশ জৈন, জ্ঞানবন্ত সিং,শ্যাম সিং, কোটেশ্বর রাও ,এস সিলভা মুরগান ও তথাগত বসু। কয়লা মাফিয়াদের সঙ্গে আঁতাতের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। এদিকে চলতি অগাস্টে কয়লা পাচার কাণ্ডে দিল্লির এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল সিআইডি।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, কয়লা মাফিয়াদের জেরা করতেই এই আট আইপিএস অফিসারের নাম জড়িত থাকার তথ্য মিলেছে। সেই সূত্র ধরেই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় আধিকারিকরা। উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে এরআগেও জ্ঞানবন্তকে তলব করেছিল ইডি। জ্ঞানবন্ত সিং যখন এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন সেই সময়েও তাকে দিল্লিতে ডেকে বয়ান রেকর্ড করিয়েছিলেন ইডির অফিসারেরা। ডাকা হয়েছিল আইপিএস অফিসার সুকেশ জৈনকেও। এবার একসঙ্গে আট পুলিশকর্তাকে তলব করেছে ইডি। যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

সম্পর্কিত খবর