Newsbazar24: গত বছর টোকিয়ো অলিম্পিকসে ভারতের প্রথম পদক এনে দিয়েছিল চানু। বছর ঘুরতে না-ঘুরতেই আবারও ইতিহাস রচনা করলেন তিনি। কমনওয়েলথ গেমসে বজায় রাখলেন সেই সাফল্যের ধারা।
ক্রীড়া অনুরাগীদের পদক প্রত্যাশাকে মান্যতা দিয়ে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জিতলেন উত্তর-পূর্বের ভারোত্তোলক মীরাবাঈ চানু।
শনিবার ৪৯ কেজি ক্যাটেগরিতে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন চানু। গত ২০১৮ সালের গোল্ড কোস্টে ৪৮ কেজি বিভাগে সোনা জিতেছিলেন চানু। আবার ২০২১ সালে টোকিও অলিম্পিকসে রূপো জিতেছিলেন তিনি। কিন্তু এবার ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে স্ন্যাচ বিভাগে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৩ কেজি, সর্বমোট ২০১ কেজি ভার তুলে সোনাজয়ের নয়া রেকর্ডও গড়লেন ভারতীয় ভারোত্তোলক চানু ৷
Post your comments about this news