Newsbazar 24: এই বছর দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান রাজীব খেলরত্নের জন্য নির্বাচিত হলেন রোহিত গুরুনাথ শর্মা। রোহিত ছাড়াও দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মানের জন্য নির্বাচিত হয়েছেন আরও ৪ অ্যাথলিট। ক্রিকেটার হিসেবে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির পর তিনি চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে এই পুরষ্কার পাচ্ছেন।
জাতীয় হকি দলের অধিনায়িকা রানি রামপাল, এশিয়াডে সোনাজয়ী মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত এবং প্যারালিম্পিকে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলুও নির্বাচিত হয়েছেন ২০২০ রাজীব খেলরত্নের জন্য। রোহিত শর্মার পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার ইশান্ত শর্মা পেতে চলেছেন অর্জুন পুরস্কার। মহিলা অল-রাউন্ড ক্রিকেটার দীপ্তি শর্মাও নির্বাচিত হয়েছেন অর্জুন পুরস্কারের জন্য। এছাড়া তিরন্দাজ অতনু দাস, শুটার মনু ভাকের রয়েছেন ২৭ জন অর্জুন পুরস্কার প্রাপকের তালিকায়।
দেশের প্রথম মহিলা কুস্তগীর হিসেবে খেলরত্নে ভূষিত হতে চলেছেন ২০১৮ জাকার্তা এশিয়াডে সোনাজয়ী ভিনেশ ফোগত। ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনাজয় এবং এশিয়াডে সিঙ্গলসে ব্রোঞ্জ জয়ের পর চলতি বছর দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাচ্ছেন তারকা প্যাডলার মনিকা বাত্রা। পাশাপাশি দেশের তৃতীয় হকি প্লেয়ার এবং প্রথম মহিলা হকি প্লেয়ার হিসেবে খেলরত্ন সম্মান পাচ্ছেন জাতীয় দলের অধিনায়কা রানি রামপাল। ২০১৬ রিও প্যারালিম্পিকে সোনা জয়ের জন্য দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান পাচ্ছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু।
Post your comments about this news