Newsbazar 24: সাত বছরের এক কিশোরকে নদীর জলে ডুবিয়ে খুনের অভিযোগে এক গৃহবধূর যাবজ্জীবন কারাদণ্ড ঘোষনা মালদা জেলা আদালত।
জানা গিয়েছে ওই গৃহবধূর নাম আদুলি বিবি। গত ২০১৭ সালের ২৮ শে মার্চ ওই গৃহবধূ তার নিজের দেওর ইয়াসিন আলীকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারে বলে অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল মালদার গাজোল থানার বৈরগাছি এলাকায়। ঘটনা তদন্ত শুরু করে গাজোল থানার পুলিশ ওই গৃহবধূকে গ্রেপ্তার করে।
এদিন এই মামলার রায় ঘোষনা করেন মালদার পঞ্চম সেশন জেলা আদালত।তদন্তকারী পুলিশ আধিকারিকের নির্দিষ্ট প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় ওই গৃহবধূকে। বিচারপতি অসীমা পাল যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেলের রায় দেন।
Post your comments about this news