প্রলয় চক্রবর্তী , News bazar24: নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কেননা আবার আয়কর রিটার্ন ফাইল করার শেষ তারিখ পিছিয়ে দিলো কেন্দ্রীয় সরকার। নতুন শেষ দিন ধার্য হয়েছে আগামি ৩০ নভেম্বর ২০২০। যা ছিল ৩১ জুলাই ২০২০।
আজ বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একথা সাংবাদিক সম্মেলনে জানান । ২০১৯-২০ অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই। সেটি বাড়িয়ে ৩০ নভেম্বর করা হল। কর অডিটের তারিখও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে— ৩০ সেপ্টেম্বর, ২০২০ থেকে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত।
যে সব অ্যাসেসমেন্ট আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল সেগুলি ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ৩১ মার্চ ২০২১-এ শেষ হওয়ার কথা যেগুলির, তার ক্ষেত্রে শেষ তারিখ বাড়িয়ে করা হয়েছে সেপ্টেম্বর ৩০, ২০২১। তবে লকডাউন বাড়লে কি এই সময়সীমা আবার পিছোবে ? এই উত্তরে সিতারমন বলেন সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে । খালি এই নয় ‘বিবাদ সে বিশ্বাস' প্রকল্পে কোনও অতিরিক্ত অর্থ ছাড়াই টাকা জমা দেওয়ার তারিখ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
Post your comments about this news