Newsbazar 24 ২১শে মে: আমপান ঝড়ের তান্ডব চললো উত্তর দিনাজপুর জেলা জুড়ে। তবে ঝড়ের গতি খুব বেশি না থাকায় তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি। বোধবার রাত থেকে জেলাজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কখনও জোরে, তো আবার কখনও ঝিরঝিরেভাবে দিনভর বৃষ্টি হচ্ছে। সোংগে রয়েছে দামাল হাওয়া। দু-এক জায়গায় ছোটখাটো গাছ বা গাছের ডাল ভেঙে পড়লেও কোন হতাহতের খবর নেই। হাওয়ার দাপটে শহরের রাস্তায় উড়ে এসে পড়েছে কোন হোর্ডিং এর অংশ। এমনই এক ভাঙা হোর্ডিঙ্গের অংশ রাস্তা থেকে নিজে সরাতে হাত লাগালেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। বৃষ্টির মধ্যেই রাস্তায় জুড়ে পড়ে থাকা হোর্ডিং এর ভাঙা অংশ গাড়ি বা লোক চলাচলের অসুবিধার কারন হয়ে উঠেছিল। চেয়ারম্যান নিজে শহরের হাল সরজমিনে দেখতে নেমে এই দৃশ্য দেখে নিজে হাত লাগিয়ে সেটা সরিয়ে দেন। এরকমই ছোটখাটো ঘটনা ঘটলেও বৃষ্টি আরও হতে পারে বলে আবহাওয়া দপ্তরের খবর।
Post your comments about this news