Newsbazar 24: আবারও হবিবপুর ব্লকের অন্তর্গত আইহো অঞ্চলের বক্সীনগর বারুইপাড়া টাঙ্গন নদীর পারের নদীর ধার বসে যাওয়ায় গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বিগত চার বছর ধরে ওই এলাকায় নদীর পাড় ধসে যাচ্ছে ও গত দু'দিন ধরে ওই এলাকার একটি বাড়ি এবং দুটি শৌচাগার ভেঙে যায়। মাস ছয়েক আগে গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার কে নিয়ে জানানো হয়েছিল জেলা সেচ দপ্তরে। সেচ দপ্তর গত তিনমাস আগে লকডাউন এর সময় মাটির বস্তা এবং সাল বললা দিয়ে অস্থায়ীভাবে নদীর পাড় বেঁধেছিল , কিন্তু সেই কাজ অতি নিম্নমানের হওয়ায় তিন মাসের মধ্যে সেখানেই আবার ধ্বস নামে ও সব মাটির বস্তা ও বালি বস্তা নদীগর্ভে চলে যায় । ও গত দু'দিন ধরে ওই এলাকার দু'একজনের বাড়ির শোচাগার ওর বাড়ির শেষপ্রান্ত ভেঙে নদীগর্ভে চলে যায়, নদী পাড়ের কয়েকজন গ্রামবাসী দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে , এই খবর পেয়ে হবিবপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক পি প্রমোথ ধসে যাওয়া টাঙ্গন নদীর পার পরিদর্শন করলেন এবং যে সমস্ত ঘরে ফাটল ও শৌচাগার ভেঙে গেছে সেসব ব্যক্তিদের সাথে কথা বলেন এবং সমস্ত বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন ও তার সাথে দ্রুত যাতে বাঁধের কাজ হয় সে বিষয়ে যথাযথ ব্যাবস্থা নেবেন বলে জানিয়েছেন।।
মালদা
Post your comments about this news