আপনি কি সঞ্চয় করতে চান ? জেনে নিন National Savings Certificates (NSC): এর গুরুত্বপূর্ণ পাঁচ তথ্য ?
প্রলয় চক্রবর্তী ঃ জাতীয় সঞ্চয় সার্টিফিকেট (National Savings Certificates) বা এনএসসি-তে (NSC) ৭.৯ শতাংশ সুদ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ (Indian Post)। পোস্ট অফিসের সমস্ত শাখাতেই এনএসসি হয়। এই সুদের হার অর্থমন্ত্রকের বিবেচনাধীন। ৩১ ডিসেম্বর শেষ হওয়া বর্তমান অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকেও সেপ্টেম্বর ২০১৯-এ নির্ধারিত সুদের হারই অপরিবর্তিত রাখা হয়েছে। সরকার পরিচালিত ন'টি সরকারি ছোট সেভিংস প্রকল্পের অন্যতম জাতীয় সঞ্চয় সার্টিফিকেট বা এনএসসি।
জেনে নিন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট বা এনএসসি সম্পর্কে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য
রিটার্নের রেট
তৃতীয় ত্রৈমাসিকের হিসেবে এনএসসিতে বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ৭.৯ শতাংশ। সুদ বার্ষিক ভাবে দেয় হলেও পাওয়া যায় ম্যাচিউরিটির পরে। উদাহরণস্বরূপ বলা যায়, ১০০ টাকার এনএসসি পাঁচ বছরে ১৪৬.২৫ টাকা হয়।
অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ
এনএসসিতে বিনিয়োগ করার ক্ষেত্রে ন্যূনতম অঙ্কহল ১,০০০ টাকা। indiapost.gov.in-এর সূত্রে তেমনটাই জানা যাচ্ছে।
বিনিয়োগের সীমা
১,০০০ টাকার উপরে ১০০-র গুণিতকের সমান যে কোনও অঙ্কের অর্থ বিনিয়োগ করা যায়। এনএসসিতে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই।
ট্রান্সফার
এনএসসিতে বিনিয়োগ ট্রান্সফার করা যায়, তবে তা শর্তাধীন। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ট্রান্সফার করার ক্ষেত্রে পুরনো সার্টিফিকেট বাতিল হয় না।
আয়কর
এনএসসিতে বিনিয়োগ আয়করের ৮০সি ধারা অনুযায়ী করযোগ্য।
Post your comments about this news