newsbazar 24 desk:- ছোটবেলার স্মৃতি তা আজ অস্তমিত । আধুনিকতার বেড়া জালে আজ সবই অতীত জীবন যুদ্ধে কেউ হেরেছে কেউ জিতেছে ।কিন্তূ ছোট বেলায় বর বউ পুতুল খেলেনি এমন কেউ আছে কি ? আজ সে সব ইতিহাদ আর হ্যা এই কথা সত্যি আধুনিকতার মধ্যে থেকে এখনকার প্রজন্মের কাছে বর বউ পুতুল খেলা সেটা অনেকের যেমন অজানা অনেকের কাছে হাস্যপদ বিষয় ।আধুনিকতার বেড়া জালে একান্নবর্তী পরিবার অস্তমিত ফ্লাট কালচার ও মোবাইলের প্রাধান্য সে সব অতীত তাই ছোটবেলার মাটির পুতুল বর বউ আজ অস্তমিত কেউ আর সেই খেলা করে না মৃৎ শিল্পীরা তাদের কাছে চাহিদা নেই মাটির পুতুল বর বউ এর সেই সব ছোট বেলার স্মৃতি সব ইতিহাস হয়ে গিয়েছে।কৃষ্ণনগরে রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুবীর পাল বলেন পৃথিবী বিখ্যাত নদিয়ার ঘূর্ণি কৃষ্ণনগরে মাটির পুতুল মূর্তি বিশ্বখ্যাত । সেই সব স্মৃতি আজও মানুষের হৃদয়ে রয়েছে ।ছোটবেলার সেই পুতুল খেলা অস্তগামী এখন বাচ্ছাদের মনে মোবাইল গেম খেলা আকৃষ্ট করে ।আসলে আমরা বেশি আধুনিক হতে গিয়ে গ্রাম বাংলার কৃষ্টি সংষ্কৃতি সব ভুলতে বসেছি ।তাই ছোট বেলার পুতুল খেলা আজ স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে ।এখনকার প্রজন্ম মাটির পুতুল খেলা কিছুই জানে না ।
Post your comments about this news