Newsbazar 24: আইসিসির দশক সেরা ওডিআই এবং টি২০ দলের অধিনায়ক হিসাবে মনোনয়ন পেলেন মহেন্দ্র সিং ধোনি। আবার সেরা টেস্ট একাদশের নেতা হলেন কোহলি। রবিবারই আইসিসির দশকসেরা দলের খেলোয়াড়দের নাম ঘোষনা করলেন । ভারত থেকে সুযোগ পেয়েছেন চারজন। ধোনি ছাড়াও প্রথম একাদশে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা।
এদিকে, দশক সেরা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন। বর্তমানে টি২০ ক্রমতালিকায় কোহলি রয়েছেন সাত নম্বরে। কোহলি-অশ্বিন ছাড়াও এই তালিকায় মনোনয়ন পেয়েছেন জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স এবং কুমার সাঙ্গাকারা।
দশকের সেরা ওডিআই ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন বিরাট কোহলি, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, রোহিত শর্মা, এবি ডিভিলিয়ার্স, এমএম ধোনি এবং কুমার সাঙ্গাকারা।
দশকসেরা টেস্ট ক্রিকেটের হওয়ার দৌড়ে রয়েছেন কোহলি, রুট, উইলিয়ামসন, স্মিথ, জেমস আন্ডার্সন, ইয়াসির শাহ এবং রঙ্গনা হেরাথ। ব্যক্তিগত পুরস্কারপ্রাপকদের নাম সোমবার ঘোষণা করে দেওয়া হবে সোমবারই।
আইসিসির এই তিন ফরম্যাটের দলেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। পুরুষদের একদিনের (ODI) দশকের দলে রয়েছেন-
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, শাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা। ছেলেদের এই দলে রয়েছেন ভারতের তিনটি ক্রিকেটার। যা অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি।
অন্যদিকে, পুরুষদেরটি২০ আন্তর্জাতিক আইসিসির টিম অফ দ্য ডিকেডে রয়েছেন-
রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারোন ফিঞ্চ, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কিরণ পোলার্ড, রাশিদ খান, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা। আইসিসির তরফে এই দলকে নাম দেওয়া হয়েছে The Whole lot of Six Hitters.
এর পাশাপাশি আইসিসি দশকের সেরা টেস্ট দলের একাদশে আছেন,ঃ অ্যালেস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভ স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
অপরদিকে, পুরুষদের পাশাপাশি মহিলাদের টিম অফ দ্য ডিকেড ঘোষনা করেছে আইসিসি। একদিনের দলে রয়েছেন ভারতের মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। টি২০ দলে রয়েছেন ভারতের হরমনপ্রীত কৌর।
Post your comments about this news