Newsbazar 24: আজ অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ভারত একসময় ৩২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। পৃথ্বী শ শূন্য রানে আউট হওয়ার পর মায়াঙ্ক আগারওয়াল ফিরে যান তাড়াতাড়ি। তখন পূজারাকে নিয়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেন কোহলিই। ৬৮ রানের পার্টনারশিপ গড়েন দুজনে।
ভারতীয় ক্রিকেট দলের ওপেনাররা ব্যর্থ হওয়ায়, ব্যাট করতে আসেন বিরাট কোহলি। শুরুতে তিনি এই উইকেটে বেশ খানিকটা সময় দেন। তারপর তিনি ধীরে ধীরে নিজের হাত খুলতে শুরু করেন। পূজারার সঙ্গে ৬৮ রানের পার্টনারশিপ । কিন্তু চা-পানের বিরতির কিছুটা আগেই ৪৯.৪ ওভারে ফিরে গেলেন চেতেশ্বর পূজারা (৪৩)। নাথান লিয়নের বলে লাবুশেনের হাতে তিনি ক্যাচ তুলে দেন। , আজ পূজারাও নিজের দায়িত্বটা যথেষ্ট ভালোভাবে পালন করেছেন। দ্বিতীয় বলেই পৃথ্বী শ ফিরে যাওয়ার পর তিনি দলের হাল ধরেন। যাইহোক, পূজারার পরে অজিঙ্কা রাহানের সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছেন বিরাট। রাহানের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই ১১০ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েছেন বিরাট।
৭৬.৬ ওভারে রান আউট হয়ে ফিরে গেলেন বিরাট কোহলি (৭৪)। ব্যাস, তারপরেই যেন ভারতীয় ইনিংসে ঘটে যায় ছন্দপতন। পরপর দুটো উইকেট তুলে নিলেন স্টার্ক এবং হ্যাজ়েলউড। ৮০.৪ ওভারে মিশেল স্টার্কের বলে LBW আউট হয়ে ফিরে গেলেন রাহানে (৪২)। এরপর ৮৩.২ ওভারে জস হ্যাজ়েলউডের বলে LBW আউট হয়ে ফিরে গেলেন হনুমা বিহারি (১৬)।
শেষবেলায় অশ্বিন এবং ঋদ্ধি গুরুত্বপূর্ণ ২৭ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। আপাতত ক্রিজে ব্যাটিং করছেন ঋদ্ধিমান সাহা (৯) এবং রবিচন্দ্রন অশ্বিন (১৫)। আপাতত স্বস্তিতে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছ'উইকেটে ২৩৩ রান।
Post your comments about this news