newsbazar 24:-কর্মীরা প্রতিদিন ৩০ মিনিট করে ঘুমাতে পারবেন। সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে ভারতের ব্যাঙ্গালুরুর একটি কোম্পানি। বিশেষজ্ঞরা বলেন, কাজের মাঝে কিছু সময়ের ঘুম বা ছোট্ট একটা বিরতি শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে। তাই কর্মীদের সুবিধার কথা চিন্তা করে তাই বেঙ্গালুরুভিত্তিক স্টার্টআপ ওয়েকফিট তাদের কর্মীদের ৩০ মিনিট ঘুমানোর অনুমতি দিয়েছে। ওয়েকফিটের সহ-প্রতিষ্ঠাতা চৈতন্য রামালিঙ্গেগৌড়া সহকর্মীদের কাছে এ বিষয়ে একটি মেইল পাঠিয়েছেন। সেখানে জানানো হয়েছে, এখন থেকে দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে কর্মীরা ঘুমানোর সুযোগ পাবেন।
সারা ভারত
Post your comments about this news