Newsbazar 24 : অবশেষে ইস্টবেঙ্গল আইএসএলে জয়ের মুখ দেখল। টানা সাত ম্যাচ জয় থেকে দূরে থাকার পর অবশেষে ইস্টবেঙ্গল বছরের প্রথম ম্যাচেই জয় পেল। এই টুর্নামেন্টে প্রথমবার জিতল লাল হলুদ ব্রিগেড । ওড়িশা এফসিকে ৩-১ গোলে পরাজিত করল ।
খেলার প্রথমার্ধে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করে যান এন্থনি পিকলিংটন এবং মাঘোমা। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে শেষ গোল করেন নতুন খেলতে নামা ব্রাইট এনখোবারে। এরপরে অতিরিক্ত সময়ে ওড়িশা এফসির দিয়েগো মৌরিসিও গোল করেন।
এই ম্যাচের আগে ওড়িশা এবং ইস্টবেঙ্গল দুই দলই কোনো জয় পায়নি। তবে রবিবার ইস্টবেঙ্গল জয়ের পর চিত্র পালটে গেল। আপাতত ৮ ম্যাচ খেলে ৪ টে হার এবং তিনটে ড্র এবং এদিনের জয় সমেত ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৬। আপাতত ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স সমসংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট অর্জন করেছে। তবে গোল পার্থক্যে এগিয়ে কেরালা। ইস্টবেঙ্গল রয়েছে ১০ম স্থানে। ওড়িশাই আপাতত একমাত্র দল যাদের চলতি মরশুমে একটাও জয় নেই। ২ পয়েন্ট নিয়ে ওড়িশা রয়েছে শেষ স্থানে।
কারা কারা আজ খেলেছেন এক নজরে দেখে নেওয়া যাকঃ ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন ঃ
ইস্টবেঙ্গলঃ দেবজিত মজুমদার, রাজু গায়কোয়াড (অঙ্কিত মুখার্জি), স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, বিকাশ জাইরু, মনবীর সিং, মহম্মদ রফিক (লুয়াং), স্টেইনম্যান, পিকলিংটন, জ্যাক মাঘোমা (ব্রাইট এনখোবার), মিলন সিং (হরমনপ্রীত সিং), হাওবাম সিং (সুরচন্দ্র সিং)
ওড়িশা এফসি: হর্ষদীপ সিং, হেন্দ্রি এন্থনি, গৌরব বোরা, স্টিভেন টেলর, শুভম সারাঙ্গি, জেকব ট্রেট, কোল আলেকজান্ডার, বিনীত রাই, জেরি, ম্যানুয়েল ওনু, দিয়েগো মৌরিসিও
Post your comments about this news