newsbazar 24 desk:- কেদারনাথের পুণ্যার্থীদের জন্য সুসংবাদ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৬ই মে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে হচ্ছে কেদারনাথ মন্দির। সেদিন সকাল ৬.২৫ মিনিটে বৃশ্চিক লগ্নে খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দির খোলার প্রাক্কালে রীতি মেনে পূজার্চনা করা হবে।
উখিমঠের ওমকারেশ্বর মন্দিরের শীতকালীন আবাস থেকে রওনা হয়ে বুধবারই কেদারনাথ ধামে পৌঁছেছে ভগবান কেদারের ডোলি।
গত ৩ মে থেকে শুভসূচনা হয়ে গিয়েছে চারধাম যাত্রার, পুণ্যার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির । গত মঙ্গলবার অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উন্মুক্ত করে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। এবার ৬ মে, শুক্রবার খুলছে কেদারনাথ মন্দির, কেদারনাথ মন্দির খোলার দু'দিনের মাথায় ৮ তারিখ পুনরায় খুলতে চলেছে বদ্রীনাথ মন্দিরে। পুন্যলগ্ন সকাল ৬.১৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দির । শীতের শুরুতে গত বছরের ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দির, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মন্দির পুনরায় উন্মুক্ত হবে ৮ মে সকাল ৬.১৫ মিনিটে।
Post your comments about this news