Saturday , 15 July 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

After Poll violence:ভোট পরবর্তী হিংসার হাত থেকে বাঁচতে জেলা কার্যালয়ে আশ্রয় শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের

প্রতিবেদক
kartik pal
July 15, 2023 9:25 pm

Newsbazar 24:ভোট পরবর্তী হিংসা অব্যাহত।ভোট মিটে গেলেও শাসকদলের বিরুদ্ধে হিংসার অভিযোগ বিরোধীদের ভুরি ভুরি। ভোট পরবর্তী হিংসার হাত থেকে প্রাণ বাঁচাতে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিচ্ছে বিজেপি নেতা-কর্মীরা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে ভোটের পর জয়ী প্রার্থী বা বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ক্রমেই বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে ঘর ছাড়া বিজেপি কর্মীদের ভিড় বাড়ছে। সকলেই নিজেদের বাড়িঘর ছেড়ে জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।
বিজেপি কর্মীদের অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। ঘর ছাড়াদের কারও কারও ভাঙা হয়েছে বাড়িঘর। তাই বাড়িঘর ছেড়ে এখন এই সমস্ত বিজেপি নেতা কর্মীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়। জেলা কার্যালয়ে তাদের থাকা ও খাওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মীর কথায় ভোটের ফল বেরতেই শাসকদলের পক্ষ থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও পাচ্ছি। এই পরিস্থিতিতে নিজেদের বাড়িঘর ছেড়ে আমরা দলীয় কার্যালয়ে এসে উঠেছি। অনেকে আত্মীয়-পরিজনের বাড়িতে গিয়ে উঠেছেন।বিজেপির অভিযোগ, ইতিমধ্যে তাদের কয়েক জন কর্মীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের পর বিরোধী নেতাকর্মীরা নিজেদের বাড়িতে থাকাই বিপজ্জনক বলে মনে করছেন। তাই বাধ্য হয়েই নিজেদের ঘরবাড়ি ছাড়ছেন। আর এ নিয়ে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। জেলা
তৃণমূলের পক্ষ থেকে হিংসার দাবিকে উড়িয়ে জানানো হয়েছে, হিংসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ভোটে সারা দক্ষিণ দিনাজপুরে কোনও হিংসার ঘটনা ঘটেনি।বিজেপি রাজ্যে ৩৫৫ জারি করার চক্রান্ত করছে। তাই এ সব মিথ্যা কারসাজি। ভোটে গোলমালের কারণে যাঁদের নামে পুলিশে আভিযোগ দায়ের হয়েছে, তাঁদের পার্টি অফিসে রেখে ‘বাড়িছাড়া’-র নাটক করছে বিজেপি

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত