Friday , 2 May 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda:মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে মালদা জেলার সাত ছাত্র-ছাত্রী, জেলা জুড়ে খুশির হাওয়া

প্রতিবেদক
kartik pal
May 2, 2025 8:40 pm

Newsbazar24 :মাধ্যমিক পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশিত হয়েছে।এবারেও মালদা জেলার ছাত্রছাত্রীরা জেলার মুখ উজ্জ্বল করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী রাজ্য স্তরের মেধাতালিকায় প্রথম ১০এ মোট সাতজন ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে, যা জেলাবাসীর কাছে গর্বের বিষয়। বিশেষভাবে উল্লেখ্য, মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে একজন ছাত্র দ্বিতীয় দুই জন অষ্টম স্থান অধিকার করেছে। এছাড়াও অষ্টম স্থানে রয়েছ মালদার বৈষ্ণবনগরের জয়েনপুর হাইস্কুলের আসিফ মেহবুব,ও টার্গেট পয়েন্ট স্কুলের মহম্মদ ইনজামুল হক। দশম স্থানে রয়েছেন মোজমপুর গার্লস স্কুলের আমিনা বানু ও সুজাপুর হাইস্কুলের উদয় সাদাব।
মালদা জেলার এই কৃতী ছাত্রছাত্রীদের সাফল্যে জেলাজুড়ে শিক্ষামহলে খুশির হাওয়া। আগামী দিনে এই কৃতি ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমগ্র জেলা। রামকৃষ্ণ মিশন সহ জেলার অন্যান্য স্কুলগুলিও এই সাফল্যে গর্বিত।

অষ্টম স্থানাধিকারী মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিররের সৃজন প্রামাণিকের প্রাপ্ত নম্বর ৬৮৮। তার বাড়ি মালদা শহরের মহেশমাটি এলাকায়। বাবা সীতানাথ প্রামাণিক হাইস্কুলের শিক্ষকতা থেকে অবসর নিয়ে বর্তমানে মানিকচকের গভর্নমেন্ট মডেল স্কুলে কর্মরত, মা জয়ন্তী গুপ্ত প্রামাণিক গৃহবধূ। উৎফুল্ল সৃজন জানায়,”সকাল থেকেই টিভির দিকে নজর ছিল। ৬৮৮ পেয়ে আমি অষ্টম স্থান অধিকার করেছি। নিজের ফল শুনে স্বাভাবিকভাবেই প্রথমে উত্তেজিত হয়ে উঠেছিলাম। আমি আশা করেছিলাম ৬৯০ নম্বর পাব। তবে যে নম্বর পেয়েছি তাতেও আমি খুশি। আমার বাঁধা ধরা নিয়মে পড়াশোনা করতে খুব একটা ভালো লাগত না। তবে দিনে ১০ ঘণ্টা পড়াশোনা হয়েই যেত।” তবে পড়াশোনার পাশাপাশি সে খেলাধুলার ভক্ত ছিল। ক্রিকেটের পাশাপাশি দাবা খেলার প্রতিও আকর্ষণ ছিল।তবে তার বই পড়তেও ভালো লাগত।সৃজন আরও জানায় অঙ্ক আর রসায়নের প্রতি আমার আলাদা টান রয়েছে। সেদিক দিয়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা”। ছেলের সাফল্যে খুশি সৃজনের মা জয়ন্তী গুপ্ত প্রামাণিক বলেন, “ছেলে অষ্টম স্থান অধিকার করেছে। ছোট থেকেই ছেলে পড়াশোনায় ভালো। আরও ভালো ফল আশা করেছিলাম। ছেলের এই ফলাফলে পরিবার পরিজনসহ প্রতিবেশীরাও খুব খুশি।
সৃজনের সঙ্গে অষ্টম স্থান অধিকার করেছে তার সহপাঠী একই স্কুলের অরিত্র সাহাও। মালদা শহরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা অরিত্র। বর্তমানে সে কোটায় পড়াশোনা করছে। বাবা শিবাজি সাহা ইলেকট্রিকের ব্যবসা করেন এবং মা অনিমা সাহা গৃহবধূ। এত ভালো ফল করার পরেও সে নিজের লক্ষ্যে অবিচল অরিত্র। সারা বাড়ি জুড়ে যখন হইহুল্লোর চলছে, সেই সময়ও তড়িঘড়ি পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে, ক্লাসে যোগ দেয় সে। টিভিতে ছেলের ফল শুনে বিশ্বাস করতে পারছিলেন না তার মা অনিমা সাহা। তিনি জানান, “ফলাফল ঘোষণার সময় ছেলে ক্লাসে ছিল। পরে ওর সঙ্গে কথা হয়েছে। বর্তমানে ছেলে কোটায় পড়াশোনা করছে। ক্লাস থাকায় ছেলের সঙ্গে বেশি কথা হয়নি।”

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

Siliguri news :ভক্তিনগর থানার পুলিশ ও শিলিগুড়ি পুলিশের এসওজির বিশেষ অভিযানে উদ্ধার ব্রাউন সুগার ও মাদক ট্যাবলেট

মাত্র ১ টাকায় চপ, সিঙ্গারা বিক্রি করে খবরের শিরোনামে পূর্ব বর্ধমানের হিমাংশু সেন

ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করতে ঘরোয়া নাইট ক্রিম ব্যবহার করুন

একের পর এক অঘটন, সরানো হল কালিয়াগঞ্জ থানার আইসি-কে

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় হাই ড্রেন দখলকারীদের উচ্ছেদ করল ইংরেজবাজার পৌরসভা।

ডাক্তারি শিখানোর নাম করে ধর্ষণের অভিযোগ! এবারের ঘটনাস্থল মালদার হবিবপুর থানা এলাকায়

ফের রাতের কলকাতায় শুট আউট, গুলিবিদ্ধ ২ আহত বেশ কয়েকজন

কোচবিহারে মুখ থুবড়ে পড়েছে ‘জল-জীবন মিশন ‘

Malda:গাজোল ব্লকে শ্মশান মাতা কালী মন্দির কমিটির উদ্যোগে কালী মায়ের আরাধনা ও বাউল মেলা

Malda:গাজোল ব্লকে শ্মশান মাতা কালী মন্দির কমিটির উদ্যোগে কালী মায়ের আরাধনা ও বাউল মেলা

সেভাবে বিশ্রাম পাচ্ছেন না নার্সরা। দাবি নিয়ে চাপ কমানোর আর্জি জানাল নার্স সংগঠন, নার্সেস ইউনিটি