Friday , 2 August 2019 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

একবার রাধা নাম বললে কি পুণ্য লাভ হয় ? জেনে নিন।

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
August 2, 2019 6:25 pm

                আজ রাধা নামের মহিমা নিয়ে আলোচনা করবো……………

                                                     – উমা শঙ্কর সাহা

এক ব্যক্তি বৃন্দাবনে একবার এক মহান সাধুর কাছে গেলেন। তিনি সাধুর কাছে গিয়ে বললেন, “সাধুজী, আমার একটি ছেলে আছে, সে ভগবানকে মানে না। সে পূজা পাঠ করে না, যখন তকে বলি সাধুসঙ্গ কর, সে বলে কোন সাধুসন্তকে মানে না। আপনি কিছু একটা করুন, আমার ছেলে যেন নরকে না যায়।” 
সাধুজী বললেনঠিক আছে। আমি একদিন তোমার বাড়ীতে যাব।
সাধুজী একদিন ঐ ব্যক্তির বাড়ী গেলেন, তার ছেলেকে বললেন, ' ' বেটা, একবার রাধা বল।” 
ছেলেটা বলল, আমি কেন বলব
সাধুজী আরেকবার বললেন, একবার রাধা বল। 
শেষে ছেলেটি বলল, এই যে আমি রাধা বললাম, কিন্তু কি ফল লাভ হল?
তখন সাধুজী বললেন, “যখন তুমি মরে যাবে, তখন তুমি যমরাজকে জিজ্ঞাসা করো, একবার রাধা নাম বলার
কী মহিমা!” এই বলে সাধুজী চলে গেলেন।

ছেলেটি একদিন মারা গেল, সে সাধুর কথামত যমলোকে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল, আপনি আমাকে স্বর্গে বা নরক পাঠানোর আগে বলুন একবার রাধা নাম বলার মহিমা কি?
যমরাজ বললেন, “আমি তো জানি না কী মহিমা, মনে হয় ইন্দ্রদেব জানে, চল উনার কাছে যাই।” 
ছেলেটি দেখল, যমরাজ কিছু বলতে পারলো না। তখন সে যমরাজকে বলল, আমি এমনিতে যাব না, পালকীতে যাব, তখন পালকী আনা হল। 
ছেলেটি পালকি বাহকদের বলল, আপনারা যান, যমরাজজী আপনি ওদের জায়গায় পালকি নিয়ে চলুন। যমরাজ আর ছেলেটি  ইন্দ্রদেবের কাছে এলেন।
ইন্দ্রদেব বললেন, এই ছেলেটি কোন বিশেষ কেউ নাকি
যমরাজ বলল, ছেলেটি পৃথিবী থেকে এসেছে, আর একবার রাধা নাম বলার মহিমা কি জানতে চায়। আমি জানি না তাই আপনার কাছে একে নিয়ে এলাম, আপনি বললেন একবার রাধা নাম বলার মহিমা কি
ইন্দ্রদেব বললেন, আমি শুনেছি অনেক মহিমা আছে , তবে বলতে পারব না। এটা বলতে পারবে ব্রহ্মাদেব।
এবার ছেলেটি ইন্দ্রদেবকে বললেন, দেবরাজ আপনিও আসেন পালকীটা নিয়ে ব্রহ্মলোকে চলেন।
ব্রহ্মাজী বললেন, এটা কোন মহান ব্যক্তি, যাকে যমরাজ, দেবরাজ পালকীতে নিয়ে আসছে। এ কে?
যমরাজ আবার ছেলেটির পরিচয় এবং তার প্রশ্নটি ব্রহ্মাজীকে বললেন।
ব্রহ্মাজী বললেন, ভগবানের মহিমা অনন্ত। কিন্তু রাধা নামের মহিমা কি আমি বলতে পারব না। শংকরজী অবশ্যই রাধা নামের মহিমা কি তা জানেন।
ছেলেটি ব্রহ্মাদেবকে পালকির তৃতীয় বাহক হতে বলল। পালকী নিয়ে যমরাজ, ইন্দ্রদেব এবং ব্রহ্মাদেব কৈলাসের উদ্দেশ্যে চললেন শংকরজীর কাছে। 
শংকরজী বললেন, একে? কোন বিশেষ ব্যক্তি! যাকে যমরাজ, দেবরাজ এবং ব্রহ্মাদেব পালকীতে বহন করে নিয়ে এসেছেন!
এবার ব্রহ্মাজী ছেলেটির পরিচয় এবং ছেলেটির প্রশ্ন শংকরজীর কাছে বললেন। 
ব্রহ্মাজী আরও বললেন, আপনি সদা সমাধিতে ধ্যানে করেন। আপনি নিশ্চয় জানবেন।
শংকরজীও ব্রহ্মাজীর মতো একই কথা বললেন। 
শংকরজী উত্তর না দিতে পেরে বললেন, ভগবান বিষ্ণু নিশ্চয় জানেন।
ছেলেটি শিবজীকে পালকীর চর্তুথ বাহক হতে বলল। যমরাজ, দেবরাজ, ব্রহ্মাদেব এবং মহাদেব পালকীতে করে ভগবান বিষ্ণুর কাছে ছেলেটিকে নিয়ে এলেন এবং ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেনএকবার রাধা নাম বলার মহিমা কি?
ভগবান বিষ্ণু বললেন রাধা নামের মহিমা হল, “যে ব্যক্তি একবার রাধা নাম বলবে তাকে পালকীতে করে চার দেব বহন করে আমার কাছে নিয়ে আসবে। আর এই ব্যাক্তিটি রাধা নামের গুনে এখন থেকে আমার পাশে আমার ধামে থাকব।”

<iframe width=”100%” height=”100%” src=”https://www.youtube.com/embed/saVTU6xBhfc” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

 

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

দক্ষিন আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে বিশ্বকাপের ম্যাচে ৯ উইকেটে জয়ী দক্ষিন আফ্রিকা

এখন থেকে সূর্যাস্তের পরেও যথাযথ পরিকাঠামো থাকলে হাসপাতালে ময়না তদন্ত করা যাবে।।

শাস্ত্রীয় সংগীতের জগতে ইন্দ্রপতন,না ফেরার দেশে ওস্তাদ রশিদ খান

কালীঘাটের কাকুর পেস মেকার নিয়ে বিতর্ক

কৃষি আইনের সমর্থনে সুবিশাল মিছিল মানিকচক বিধানসভা বিজেপি নেতৃত্বের

ব্যাঙ্কে কর্মী নিয়োগ ২০২৩

মুখ পুড়ল ইমারন সরকারের। পাকিস্তানে যারা মন্দির ভেঙেছে তাদেরকেই মেরামতি করতে হবে ঃ সর্বোচ্চ আদালত

শাকিব আল হাসানের কাঁধে ভর করে বাংলাদেশ আফগানিস্থানকে হারিয়ে নক-আউটের আশা জিইয়ে রাখল।

মালদহের নাট্যকার সুব্রত রায়ের নাট্য বিজড়িত দিনগুলোর ৪৪ তম পর্ব।।

রাজ্য জুড়ে বাড়তে চলেছে বাস ভাড়া !পরিবহণ দফতরের কাছে বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি