Saturday , 7 September 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

আর জি কর কাণ্ডের রাতে রক্ত ধুতে নাকি বাথরুমে স্নান করেন এক জুনিয়র চিকিৎসক, কে সেই চিকিৎসক ?

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
September 7, 2024 7:15 pm

news bazar24: তিলোত্তমা ধর্ষণ-খুনের ঘটনার আরও একটি বিস্ফোরক তথ্য সামনে আসছে । সিবিআই-এর নজরে এক জুনিয়র ডাক্তারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । ৯ আগস্ট তিলোত্তমা যেদিন মারা যান, সেই দিন চেস্ট মেডিসিন বিভাগের এক জুনিয়র ডাক্তার ভাঙা বাথরুমে স্নান করে ছিলেন। তিনি সেই দিন এক নার্সকে জানান, তার শরীরে রক্তের দাগ রয়েছে, তাই স্নান করবেন । সিবিআই সূত্রে এ তথ্য জানা গেছে। সেই জুনিয়র ডাক্তারের খোঁজে আরজি করের নার্সদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।
বাথরুম সেমিনার রুম এলাকায়. সকালে স্নান করতে সেখানে যান জুনিয়র ডাক্তার। সূত্রের খবর, কাপড়ে রক্তের দাগ রয়েছে বলেও চিকিৎসকদের জানিয়েছেন তিনি। রক্তের দাগ নিয়ে রহস্য ক্রমশ দানা বাঁধছে।
যদিও সূত্রের দাবি, সেদিন জুনিয়র ডাক্তার বলেছিলেন, মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ডে ৪ নম্বর বেডে এক জন মহিলা রোগী ছিলেন। তাঁকে পিআরবিসি দেওয়ার সময় জামায় রক্তের দাগ লাগে। সি বি আই দের এটাই প্রশ্ন , পিআরবিসি দিতে গিয়ে যখন এই ঘটনা ঘটে, তখন কি ডিউটিতে থাকা কোনো নার্স এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে নার্সদের জেরা করবে সিবিআই। যদিও একজন, নার্স বলেন, আগে কখনো জুনিয়র ডাক্তারকে দেখেননি। দুই, এই জুনিয়র ডাক্তারের নাম জানতে চাইলে তিনি তার নাম বলতে চাননি।

সিবিআইয়ের কাছে নার্সের দেওয়া প্রাথমিক বিবৃতিতে, সূত্রের মাধ্যমে জানা গেছে, নার্স বলেছেন যে জুনিয়র ডাক্তার রাত 9 টার দিকে পাশ কাটিয়ে মাল্টি-ড্রাগ রেজিস্ট্যান্স ওয়ার্ডে প্রবেশ করেন। সে ফ্রিজ খুলে কিছু একটা খুঁজল। নার্স জিজ্ঞেস করলে জুনিয়র ডাক্তার বলেন, তিনি পিআরবিসি খুঁজছেন। রোগীকে দিতে হবে । খুব ঠান্ডা PRBC চালানো যায় না. তাই ফ্রিজার থেকে বের করে টেবিলে রেখে দেয় এবং 10:30 নাগাদ এসে PRBC চালান। পিআরবিসি চলে রাত আড়াইটা পর্যন্ত।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ওই নার্স জানান, ওই সময়ের মধ্যে জুনিয়র চিকিৎসক দুইবার রোগীর কাছে যান। নার্স জিজ্ঞাসা করলেন জুনিয়র ডাক্তার ঠিকমতো গ্লাভস পরেছেন কি না এবং তিনি হ্যাঁ বললেন। কিন্তু সে জানায় স্নান করবে, কারণ তার শরীর রক্ত লেগেছে। নার্স ছিল আড়াই হাত দূরে। তিনি তদন্তকারীদের বলেছিলেন যে তিনি কোনও রক্তের দাগ লক্ষ্য করেননি। তবে জুনিয়র ডাক্তার ‘ট্রান্সফিউশন নোট’ দিয়েছিলেন ।

ওই ওয়ার্ডে আরও একজন জুনিয়র চিকিৎসক এসেছিলেন বলে সূত্রের দাবি। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১০টার আগে। নার্স জানতে চাইলেন, পিআরবিসি কে চালাবে? ওই জুনিয়র জানান, আগের জনই (যাকে নার্স আগে কোনওদিন দেখেননি) চালাবেন। আপাতত ওই জুনিয়র ডাক্তারকে এখন খুঁজছে সিবিআই।

– সিবিআই সূত্র

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

সুপার এইটে আমেরিকার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সহজ জয়

ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করতে ঘরোয়া নাইট ক্রিম ব্যবহার করুন

বড়দিনে সকাল ! সংসদ ভবনের সামনে আত্মহত্যার  চেষ্টা করলো এক যুবক

এবারের কলকাতা পৌর নির্বাচনে নেতা-মন্ত্রীদের পুত্র-কন্যারা কে কে জয়ী হলেন পড়ুন।

এবারের কলকাতা পৌর নির্বাচনে নেতা-মন্ত্রীদের পুত্র-কন্যারা কে কে জয়ী হলেন পড়ুন।

এনায়েতপুর ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসে ও অসহায় দুঃস্থ জনগনের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রক্ত সংকটে ভুগছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল –

ইংরেজবাজার শহর থেকে হঠাৎই ৪ শিশু নিখোঁজ ! অপহরণ নিয়ে আতঙ্কে পরিবার

জানেন কি ? বউ ভাড়া নিয়ে যৌনসুখ মেটান ভারতের যে রাজ্যের  পুরুষরা, এই প্রথা এখনও চালু 

ঝাড়খণ্ডের গিরিডিতে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ মাওবাদীদের, চিন্তায় পুলিশ প্রশাসন‌‌।

Malda news:-বজ্রাঘাতে মৃত্যু এক গৃহবধূর