Monday , 15 August 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

যাকে নিয়ে সবাই কটাক্ষ করতো ,সেই সাধারণ মেয়ে আজ অসাধারন IAS অফিসার

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
August 15, 2022 11:55 am

শঙ্কর চক্রবর্তী ( বিরামগাম থেকে ফিরে) ঃ একটা সময় ছিলো ইংরেজিতে কথা  বলতে না পারায় হয়েছিলেন অপমানের শিকার! আর এখন সেই মেয়েই দেশের  IAS আধিকারিক।যার, ইংরেজিতে জড়তা থাকার জন্য  তাঁকে নিয়ে ঠাট্টা-মশকরা করতে ছাড়েননি সহপাঠীরা। দাঁতে দাঁত চেপে,বালিশে মুখ চেপে কান্না করে  সেসময় সমস্ত অপমান সহ্য করেছেন তিনি। কিন্তু হার মানেন নি।জীবনের লক্ষ্য নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন ঘরের মধ্যে।আর তার ফল হিসেবে আজ সেই মেয়েই দেশের অন্যতম এক আইএএস (IAS) আধিকারিক সুরভি গৌতম। ।

তাঁর সাফল্যের কাহিনী অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের, আর এই অনুপ্রেরণা  যোগাবে যে কাউকেই। মধ্যপ্রদেশের সাতনার ছোট গ্রাম আমদরাতে জন্ম সুরভি গৌতমের। বাবা পেশায় স্থানীয় আদালতের আইনজীবী, মা শিক্ষিকা। পরিবার সুত্রে জানাগেছে , ছেলেবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন সুরভি। স্কুলের পরীক্ষায় কোনও দিন দ্বিতীয় হননি। শুধু তাই নয়, দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাতেও ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন তিনি।

কিন্তু তাঁর একটাই অক্ষমতা ছিলো ইংরেজিতে কথা বলতে না পারা। আর সেই ভালোকরে ইংরেজি না বলতে না পারার কারণে হতে হয়েছিল মশকরার শিকার। স্কুলের পড়া শেষ করে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে ভোপালের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন সুরভি। যেহেতু দ্বাদশ শ্রেণী পর্যন্ত হিন্দি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছিলেন তাই ভালো করে ইংরেজি বলতে পারতেন না। ফলে কলেজে ঢুকেই  সমস্যার মুখে পড়লেন তিনি।

সাবলীল ইংরেজি বলতে না পারায় সহপাঠীরা তাঁকে নিয়ে হাসাহাসি করতেন অন্যন্যরা। কিন্তু এইসব কারণে একেবারেই ভেঙে পড়েননি তিনি। বরং নিজের লক্ষ্যেই ছিলেন স্থির। উল্লেখ্য,কলেজে পড়ার সময়কালীনই টিসিএসে চাকরি পেয়েছিলেন সুরভি। কিন্তু সেই চাকরি না করে ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে পরমাণু বিজ্ঞানী হিসাবে কাজ শুরু করেন এই মেধাবী মেয়ে।এবং তার পাশাপাশিই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকেন। আর সাফল্যও পান। একসাথে গেট, ইসরো, সেল, এমপিপিএসসি, পিসিএস, এসএসি সিজিএল, দিল্লি পুলিশ এবং এফসিআইয়ের পরীক্ষাতে পাশ করেন সুরভি। তবে তাঁর লক্ষ্য ছিল অন্য চাকরির। ২০১৩ সালে আইইএস পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সুরভি। এরপর ২০১৬ সালে ইউপিএসসি পরীক্ষায় বসেন সুরভি। ফলপ্রকাশের পর দেখা যায় সারা দেশের মধ্যে ৫০তম স্থানে রয়েছেন তিনি। বর্তমানে গুজরাটের আহমেদাবাদের বিরামগাম জেলায় সহকারী জেলাশাসক হিসাবে কর্মরত সুরভি। একসময় যে মেয়ে হেনস্থার শিকার হয়েছিলেন, সেই মেয়েই আজ নিজের সাফল্য দিয়ে সকলের মুখ বন্ধ করে দিয়েছেন। সুরভির কথায়, যদি লক্ষ্য স্থির থাকে, তাহলে কোনও ভাষাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বলা বাহুল্য সুরভি দেখিয়ে দিয়েছেন অদম্য জেদ এবং ইচ্ছেশক্তি থাকলে যে কোনও বাধা পেরিয়েই কীভাবে লক্ষ্যপূরণ করা যায়। যা যুবসমাজের কাছে তিনি যেন এক অনুপ্রেরণাই হয়ে থাকলেন।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

কৃষি দপ্তরের আতৃমা প্রকল্পের অধীনে আধুনিক পদ্বতিতে ধান ও মাছ চাষের এক দিবসীয় প্রশিক্ষণ শিবির।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ও রাস্তা অবরোধ হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায়

ভয়াবহ নৌকাডুবির ঘটনায় মৃত ৭৬ ! মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু

চাঁচল ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল বাইকরেলি

সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক কাজ করার বার্তা মালদা বার অ্যাসোসিয়েশনের

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বর্ধমান, এলাকায় এলাকায় বিজেপি পার্টি অফিসে হামলা ভাঙচুর

বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার কারনে মানিকচক বিদ্যুৎ অফিসে ব্যাপক ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

শোভানগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির গরীব দুঃস্থ মানুষকে শীতবস্ত্র বিতরণ

বনধের দাবিতে বিজেপি মালদা শহরের একাধিক ব্যাংক বন্ধ করে দিলেও পরে খুলে দেয় তৃণমূল

?? জানুয়ারি বেলা ১টায় টেট নেওয়া হবে। আড়াই ঘণ্টার সময়সীমায় পরীক্ষা হবে