মালদহে জনসভায় অভাবনীয় সারা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী বললেন পরের জন্ম যেন তার বাংলাতেই হয়

Newsbazar24: একদিকে রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট। এদিন দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট এই তিন কেন্দ্রে ভোট চলছে। বালুরঘাটের পার্শ্ববর্তী জেলা মালদায় শুক্রবার মালদার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রচার মঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল ও সিপিএমকে নিশানা করলেন।
এদিন পুরাতন মালদা ব্লকের নিত্যানন্দপুর এলাকায় অনুষ্ঠিত হয় এই জনসভা। দশটা পঁয়তাল্লিশ নাগাদ পূর্ণিয়া থেকে হেলিকপ্টার করে মালদা এসে পৌঁছন প্রধানমন্ত্রী।বেলা ১১ টা নাগাদ প্রধানমন্ত্রী জনসভার মঞ্চে আসেন। এদিন সকাল থেকে জনসভায় ছিল বিজেপি কর্মীদের উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রী ভাষণ শুরু হলেও দেখা যায় কাতারে কাতারে লোক ওই জনসভায় আসছে
মালদা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি দক্ষিণ মালদা কেন্দ্রের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এবং সামশেরগঞ্জ বিধানসভা থেকেও বিজেপি কর্মীরা এই সভায় যোগ দেন।

তিনি এদিন আবারও একবার বাংলায় ভাষণ শুরু এবং বাংলায় স্লোগান তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্লোগান দেন এই বার, জনগণ সমবেত স্বরে বলে মোদী সরকার। তারপর তিনি মঞ্চ থেকে বাম ও তৃণমূলকে নিশানা করে অভিযোগ করেন, যে বাংলা একটা সময় দেশের বলিদানে নেতৃত্ব দিয়েছে, সব ক্ষেত্রে বাংলা ছিল আগে, সেই বাংলা প্রথমে বামেদের শাসনে তারপর তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে। তার আরও অভিযোগ বাংলায় কমিশন ছাড়া কোন কাজ হয় না। তিনি অভিযোগ করেন, বাংলায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দুর্নীতি করেছে তৃণমূল আর তার ফল ভুগতে হচ্ছে জনগণকে। এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন ছাব্বিশ হাজার মানুষ রুটি-রুজি হারিয়েছে এই তৃণমূলের জন্য। তার অভিযোগ করেন, তৃণমূল যুব সমাজের উন্নয়নের সব রাস্তা বন্ধ করে দিয়ে যুবকদের ভবিষ্যত নিয়ে খেলা করছে।
তিনি বলেন কেন্দ্রের পাঠানো টাকা তৃণমূল নেতাদের পকেটে। মা-মাটি-মানুষের নামে ক্ষমতায় আসা তৃণমূল মহিলাদের মান-মর্যাদা নষ্ট করেছে। সন্দেশখালি ঘটনা তার প্রমাণ প্রধানমন্ত্রীর কটাক্ষ, ‘সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতন হয়েছে। মালদহেও মহিলাদের উপর অত্যাচার হয়েছে। কিন্তু তৃণমূল সরকার অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল।’
তিনি বলেন, কেন্দ্রের সরকার উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের বন্দোবস্ত করেছে। এদিন তিনি মালদহের সভা থেকে বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ করে বলেন এরা সবাই তুষ্টিকরণে ব্যস্ত। তিনি বিরোধী ইন্ডিয়া ব্লককেও আক্রমণ করেন।
এদিন প্রধানমন্ত্রী মোদী মালদহের বিখ্যাত আমের প্রসঙ্গ উত্থাপন করেন। পাশাপাশি বাংলার প্রশংসা করে তিনি বলেন পরের জন্ম যেন বাংলাতেই হয়। বাংলার মানুষের তপস্যা বিফলে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নের মাধ্যমে এই ভালবাসা
ফিরিয়ে দেবেন। প্রসঙ্গত মালদার দুই কেন্দ্রে তৃতীয় পর্যায়ে ৭ মে হতে চলেছে।