Friday , 26 January 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Dakshin Dinajpur News:হাড় কাঁপানো ঠান্ডায় ঘরে ঘরে পিঠে পুলি নলেন গুড়ের চাহিদা তুঙ্গে জেলা জুড়ে

প্রতিবেদক
kartik pal
January 26, 2024 1:32 am

Newsbazar24:শারদ উৎসব শেষে শুরু হয় শীতের আমেজ। নতুন ধান ঘরে ওঠার পালা। আমাদের সামনে আসে খেজুরের রস ও খেজুর গুড়। নভেম্বর মাসের মধ্যে হালকা শীতের আমেজ অনুভূত হয়। ধীরে ধীরে শীত জাঁকিয়ে পড়তে থাকে। মাঝে মাঝে আকাশ মেঘলা থাকায় শীতের কনকনে ভাব হাড়ে হাড়ে টের পায় মানুষজন। আর এরপর জানুয়ারি মাসে হাড় কাঁপানো ঠান্ডা। এবারেও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির ন্যায় দক্ষিণ দিনাজপুরেও শীতের পারদ নেমেছে। এইসময় আপামর বাঙালির ঘরে ঘরে পিঠে পুলির অনুষ্ঠান। সেই পিঠে-পুলি তৈরিতে চাই নলেন গুড়। কথা বলছিলাম দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বরভিটা গ্রামের সুরেশ সরকার খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে নলেন গুড় তৈরি করেন। প্রতি বছরই খেজুর গাছ থেকে রস বের করে নলেন গুড় তৈরি করেন বছর ৫০-এর সুরেশ বাবু। তিনি প্রায় ৮ বছর ধরে এই কাজ করে আসছেন।সুরেশবাবু জানান, প্রতি বছর ১৪ থেকে ১৫ টি খেজুর গাছ কিনে নিতে হয়। সেই গাছ থেকে রস নেবার পর কমপক্ষে সাতদিন বিশ্রাম দিতে হয়, একে বলে শুকি। এই শুকি না দিলে খেজুর রসের স্বাদ থাকবে না ফলে নলেন গুড়ের স্বাদও কমে যাবে। সুরেশবাবুর এই গুড় তৈরির কাজে হাত লাগান তাঁর দুই ছেলে উত্তম ও শুভ।এই নলেন গুড়কে বাজারজাত করার জন্য তিনি সরাইহাট, হরিরামপুর হাট, পাতিরাজ হাট সহ এলাকার বিভিন্ন হাটে এই নলেন গুড় ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করেন। তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোঁয়া কিন্তু গুড়ের দাম সেভাবে পাওয়া যায় না। তবে গত দু’বছর ধরে চলতে থাকা করোনা মহামারীর জেরে ব্যবসায় অনেকটা মন্দা থাকার ফলে লক্ষীর ভাঁড়ে টান পড়েছিল ব্যবসায়ীদের। তবে বর্তমানে পরিস্থিতি অনেক স্বাভাবিক আর তাই এই শীতের সময় ফের নলেন গুড়ের ব্যবসায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। জেলার এলাকাবাসী বিমান হালদার, জানান সুরেশবাবুর তৈরি নলেন গুড়ের একটা নাম আছে এলাকায়। যার জন্য আশপাশের এলাকা থেকে মানুষজন চলে আসেন সুরেশবাবুর বাড়ি গুড় কিনতে। তবে গত দু’দিন ধরে চলতে থাকা উত্তুরে ঠান্ডা কনকনে হাওয়া উত্তরবঙ্গ জুড়ে জাঁকিয়ে ঠান্ডার থাবা ফেলেছে তার রেশ পাওয়া যাচ্ছে হাড়ে হাড়ে। আমরা তার সাথে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীরা ঐ হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে। কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জবুথবু হয়ে লেপের তলায় আশ্রয় নিয়েছে আবালবৃদ্ধবনিতা তা বলাই বাহুল্য।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কিংবদন্তী ফুটবলার মারাদোনা।

দুষ্কৃতীদের হামলায় মৃত সেচদপ্তরের কর্মী আলম শেখের স্মরণ সভায় মালদা জেলা জয়েন্ট কাউন্সিল ।

মানিকচক ব্লক যুব কল্যাণ দপ্তর এবং মানিকচক ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় পালিত হল রাখি বন্ধন

রায়গঞ্জে গ্রেপ্তার করে ইসলামপুর কোর্টে পেশ রাজু বন্দ্যোপাধ্যায়কে

‘পুষ্পা ২: দ্য রুল’-এর ৩ডি ভার্সন মুক্তি পিছিয়ে গেলো

ইংরেজবাজার থানা পুলিশের জালে ৪ ডাকাত , উদ্ধার এক রাউন্ড কার্তুজ সহ পাইপ গান ও একটি হাঁসুয়া।

পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকার পিঁয়াজ রফতানি নিষিদ্ধ করল

Malda Dacoity :চাচলে সোনার দোকানের ডাকাতির ঘটনায় গ্রেপ্তার লিঙ্ক ম্যান

পুকুরে বিদ্যুতের তারে হাত দিয়ে প্রাণ গেল সাত বছরের শিশুর

আমের মুকুল ঝড়ে পরার কারন কি ? আমের মুকুল ঝড়ে পরা রোধে কি করণীয় !