Sunday , 23 June 2019 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বিয়ে মানেই কেনাকাটার লম্বা ফর্দ, খরচ করুন প্ল্যান করে

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
June 23, 2019 6:34 am

newsbazar24: বিয়ের কেনাকাটা করার আগে থেকেই একটা প্ল্যান করে নিতে হবে কখন কোনটা কিনবেন৷ না হলে প্রয়োজনের সময় হাতের কাছে ঠিক জিনিসটি নাও পেতে পারেন৷ প্ল্যানিং-এ সাহায্য করলো ‘অন্য সময়’ বিয়ে মানেই কেনাকাটার লম্বা ফর্দ৷ কনের বেনারসি থেকে বরের আংটি, তত্ত্বে পাঠানোর হাজারো টুকিটাকি কোনও কিছুই তো ফেলনা নয়৷ তাই এই লম্বা লিস্টের কোনও কিছুই যাতে বাদ না যায়, তার জন্য আগে থেকেই পরিকল্পনা করুন৷ কখন কোনটা কিনে নেবেন আগে থেকেই ঠিক করে রাখুন৷ যেমন ধরুন বিয়েতে কনের বেনারসিটা অন্তত তিন মাস আগে কিনে ফেলাটা খুব দরকার৷ অথবা বিয়ের দিন ডিজাইনার শাড়ি পড়ার প্ল্যান থাকলেও সেটাও আগে ভাগেই তৈরি করিয়ে নিন৷ না হলে শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজটা বানাবেন কী করে৷ অনেক সময়েই বিয়ের গয়না আগে থাকতেই কেনা থাকে৷ যদি না থাকে তাহলে শাড়ি কেনার সঙ্গে সঙ্গে গয়নাগাটি কেনার ব্যাপারটাও মিটিয়ে ফেলুন৷ সঙ্গে কিনে ফেলতে হবে বরের ধুতি পাঞ্জাবি, আঙটি ইত্যাদি৷ দেখবেন এগুলো কিনে ফেললেই অনেকটাই নিশ্চিন্ত বোধ করবেন৷ তবে শুধু বর কনের সাজ নয়, বিয়ের তত্বের কেনাকাটাও সমান গুরুত্বপূর্ণ৷ তত্ত্বে বর কনের জন্যও যেমন আলাদা করে জামাকাপড়, প্রসাধনী থাকে, তেমনই বরের পরিবারের অন্যান্যদের জন্যও উপহার স্বরূপ পোশাক ও অন্যান্য সামগ্রী থাকে৷ খুব ভালো হয় যদি কনের বেনারসি কেনার সঙ্গে সঙ্গেই তার অন্য প্রয়োজনীয় পোশাক ও প্রসাধনীগুলো কিনে নেওয়া হয়৷ প্রসাধনী কেনার সময় মাথায় রাখুন, যেগুলি একান্তই প্রয়োজনীয়, কেবল সেগুলিই কিনুন৷ এবং অন্য আর একটা দিন ঠিক করুন পরিবারের অন্যদের জন্য উপহার কেনার৷ আগে থেকেই কার জন্য কী কেনা হবে তা ঠিক করে রাখুন৷ প্রয়োজনে লিখেও রাখতে পারেন৷ তবে তত্বের কেনাকাটা মানেই শুধু পোশাক আশাক আর প্রসাধনী নয়, তত্বের মিষ্টিও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার৷ তাই তত্বের জন্য আলাদা মিষ্টি ও নোনতা খাবার আগে থেকেই অর্ডার করুন, যাতে ঠিক সময় পাঠাতে পারেন৷ ড্রাই ফ্রুটস দিতে চাইলে বিয়ের দুই একদিন আগেই সেগুলি কিনে ফেললুন৷

বিয়ের খাওয়া দাওয়া ঃ খাওয়াদাওয়ার ব্যাপারটা বিয়েতে খুব গুরুত্বপূর্ন৷ সুতরাং এব্যাপারেও আগে থেকেই নজর দেওয়াটা খুব জরুরি৷ এখনকার বিয়ের খাওয়াদাওয়ার চিত্রটা কিন্তু আগের চেয়ে অনেক বদলে গেছে৷ তাই রুচি ও চাহিদার কথা ভেবে বিয়ে বাড়ির মেনুতে রোজই নতুন নতুন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে৷ আর শীতের মরশুমে নতুন ধরনের ডিশ পরিবেশন করার অনেক সুযোগও থাকে৷ কারণ বছরের অন্যান্য সময়ের চেয়েও এই সময়টাই নানান সবজি, ফল ইত্যাদি পাওয়া যায়৷ আগে থেকেই ক্যাটারারের সঙ্গে যোগাযোগ করুন৷ কী ধরনের খাবার মেনুতে রাখতে চান, আলাদা করে আলোচনা করে নিন৷ আজ কাল কিন্ত্ত আগে থেকেই খাবার টেস্ট করিয়ে নেওয়ার একটা চল হয়েছে৷ যদি নতুন কোনও খাবার পরিবেশন করার কথা ভাবা হয়, তাহলে খাবারটা আদতে নিমন্ত্রিত অতিথিদের কতটা ভালো লাগবে, তার একটা ধারণা তৈরি হয়ে যাবে৷ আলাদা করে নিরামিষ ও আমিষ মেনুর তালিকাও তৈরি করুন৷ শেষ পাতে মিষ্টিমুখের কথাটাও মাথায় রাখুন৷ শীতের মরশুমে মিষ্টি নিয়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যেতেই পারে৷ নতুন ধরনের মিষ্টি খাইয়ে অতিথিদের চমকে দিতে পারেন৷ নানান ফল দিয়ে তৈরি মিষ্টি কিন্ত্ত এখন বেশ জনপ্রিয় হচ্ছে৷ তাছাড়া মাথায় রাখতে পারেন সুগার ফ্রি বা লো ক্যালোরি মিষ্টির কথাও৷ তবে সবার আগে বিয়ের রাতে নিমন্ত্রিতদের সংখ্যার একটা আন্দাজ থাকাটা খুবই জরুরি৷ সেই মতোই খাবার দাবারের ব্যবস্থা করুন৷ আগে পরিবারে কোনও বিয়ে লাগলে, আত্মীয় স্বজনরাই সকলে মিলে সমস্ত দায়িত্ব সামলে দিতেন৷ কিন্তু এই ব্যস্ত জীবনে সেটা আর সম্ভব নয়৷ সেই জন্যই এখন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির এতটা রমরমা৷ এঁদের সাহায্য নেওয়াটাই বুদ্ধিমানের কাজ৷ আপনি বিয়ের দিন ঠিক যেমন আয়োজন চাইছেন, এঁরা ঠিক তেমনটাই করে দেবেন৷ মণ্ডপ সজ্জা থেকে, ফুল কেনাকাটা, খাওয়াদাওয়ার আয়োজন করা, নিমন্ত্রিত অতিথিদের দেখাশোনা করা, সব কিছুই এঁদের দায়িত্বের মধ্যেই পড়ে৷ শুধু আপনি ঠিক কী চান সেটা কিন্ত্ত এঁদের পরিষ্কার করে জানিয়ে দিলেই হবে৷

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রতিবাদে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পথসভা।

চুল ও ত্বকের যত্নে ‘মেথিশাক’ অদ্বিতীয়

পানামা খাল ব্যবহার নিয়ে চিনের উপর প্রবল ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

এক সোনার দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ক্ষোভ এলাকাবাসীর

কেজরিওয়ালের পদত্যাগের দুদিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি

Malda news:সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতার নামে কুৎসা, থানা ঘেরাও তৃণমূল কর্মীদের

Malda:তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

Dakshin Dinajpur News :১৪ তম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে মাধ্যমিক পরীক্ষার নকল আটকানো যাবে কি ?প্রশ্ন অভিভাবক মহলের।

আজকের আবহাওয়া