Sunday , 26 November 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:হরিশ্চন্দ্রপুরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে জেলা শাসক নীতিন সিংহানিয়া

প্রতিবেদক
kartik pal
November 26, 2023 12:03 am

মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক জেলা শাসকের। হরিশ্চন্দ্রপুরে-১ ও ২ নম্বর ব্লকের সমস্ত আধিকারিকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তথ্যকেন্দ্র হলে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত
হল জেলাশাসক নীতিন সিংহানিয়ার পৌরহিত্যে। জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক,পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন,চাঁচল মহকুমার মহকুমা শাসক সৌভিক মুখার্জী, হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের বিডিও সৌমেন মন্ডল, হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের বিডিও তাপস কুমার পাল,পঞ্চায়েত,প্রধান উপপ্রধান সহ বিভিন্ন আধিকারিক গণ। প্রশাসন সূত্রে জানা যায় যে,পঞ্চদশ অর্থ কমিশন,গ্রামীণ স্বচ্ছ ভারত অভিযান, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, সি এম আর ও সহ নানান বিষয় নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করা হয়।
পাশাপাশি বিখ্যাত পন্ডিত তথা লেখক বিধুশেখর শাস্ত্রির প্রতিষ্ঠা করা ধর্মস্তম্ভ পরিদর্শণ করেন।এছাড়াও বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র,স্বাস্থ্য কেন্দ্র ও স্কুল পরিদর্শন এবং মাখনার জমিতে গিয়ে চাষীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলাশাসক।
এছাড়াও এদিন বিখ্যাত পন্ডিত তথা লেখক বিধুশেখর শাস্ত্রির প্রতিষ্ঠা করা ধর্মস্তম্ভ পরিদর্শণ করেন। বিধুশেখর শাস্ত্রী ছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরের ভূমিপুত্র। তিনি যেমন শাস্ত্রজ্ঞানী ছিলেন। তেমনটাই ছিলেন নীতি পরায়ন।জীবনের নীতি পালনই ছিল উনার কাছে ধর্মপালন।তারই প্রতীক হিসাবে উনি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের গড়গড়ি গ্রামে ধর্মস্তম্ভ স্থাপন করে ছিলেন। উনার উদ্দেশ্য ছিল সেই ধর্মস্তম্ভ যাতে যুগ যুগ হরিশ্চন্দ্রপুরের মানুষের কাছে ন্যায় এবং আদর্শের একটি স্তম্ভ হয়ে থাকে।কিন্তু প্রখ্যাত পন্ডিতের স্থাপন করা সেই স্তম্ভ পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে দাড়িয়ে ছিল। বারংবার সংস্কার এবং সংরক্ষণের দাবি জানিয়েছিল এলাকাবাসী।সেই কথা গিয়ে পৌছায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে। তারই নির্দেশে শনিবার সকালে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের গড়গড়ি গ্রামে এই ধর্ম স্তম্ভ পরিদর্শনে আসেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া। তিনি জানান ধর্ম স্তম্ভ সংস্কার এবং সংরক্ষণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ হয়েছে। দ্রুত সেই কাজ শুরু হবে।এছাড়াও গড়গড়িতে একটি কমিউনিটি হলের উদ্বোধন করেন জেলাশাসক।ছট পুজোর জন্য একটি ঘাট নির্মাণ করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। হরিশ্চন্দ্রপুরের অর্থ সমৃদ্ধ ফসল হলো মাখনা।মাখনার জমিতে গিয়ে চাষীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন জেলাশাসক।এছাড়া বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন জেলাশাসক।
এদিন প্রশাসনিক বৈঠক সেরে জেলা শাসক নীতির সিঙ্ঘানিয়া বলেন, সরকারি কাজের নানান স্কীমের রিভিউ মিটিং করা হল। হরিশ্চন্দ্রপুর ১নং ও ২নং ব্লকের কিছু পঞ্চায়েত ভালো কাজ করেছে এবং কিছু কিছু পঞ্চায়েত পিছিয়ে আছে। যারা পিছিয়ে রয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে স্বচ্ছ ভাবে কাজ করতে হবে এবং সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।

তিনি জানান ধর্ম স্তম্ভ সংস্কার এবং সংরক্ষণের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ হয়েছে।দ্রুত সেই কাজ শুরু হবে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

অর্থাভাবে অসহায় বৃদ্ধার মেয়ের বিয়ে সুসম্পন্ন করতে এগিয়ে এলো “নতুন প্রজন্মের” সদস্য সদস্যারা ।।

লোকসভায় ধ্বনি ভোটে পাস হয়ে গেল নির্বাচনী আইন (সংশোধনী) বিল, ২০২১

মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর আত্মীয়দের হয়রানিকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ।

নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান-বিক্ষোভ

Siliguri news:নাবালিকা স্কুলছাত্রী খুনের ঘটনায় দোষীর ফাঁসির দাবি দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার

ইসিএলের রক্ষীদের সামনেই লোহা চুরি

আবার রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে চিকিৎসক ও বিশেষজ্ঞের কেন্দ্রীয় প্রতিনিধিদল।

দেড় লক্ষ টাকার জাল নোটসহ ৩ জন আটক বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে ।

তোতা পাখি যখন দাঁতের ডাক্তার

বিরল প্রতিভার অধিকারী ২৯ বছর বয়সী জন্মান্ধ কুলাসো