Monday , 25 September 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

বারানসিতে ক্রিকেট স্টেডিয়ামে শিব ঠাকুর ও কাশির ঘাট

প্রতিবেদক
kartik pal
September 25, 2023 12:32 am

Newsbazar24:ভারতের ক্রিকেট মানচিত্রে আরো একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম যোগ হতে চলেছে। বারাণসীতে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই শিলান্যাস অনুষ্ঠানে ক্রিকেট নক্ষত্রদের চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর,মদন লাল, গুন্ডাপ্পা বিশ্বনাথ, দিলীপ বেঙ্গসরকার, কারসন ঘাউড়ি, নীতু দিঘে এবং শিবাঙ্গী কুলকার্নি, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব জয় শাহ-সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এ ছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
স্টেডিয়ামটি তৈরি হবে রাজাতালাব এলাকার রিং রোডের কাছে। এই স্টেডিয়ামটির জন্য উত্তর প্রদেশ সরকার গাঞ্জরী গ্রামের ৩০.৮৬ একর জমি অধিগ্রহণ করেছেন। এই জমি অধিগ্রহণ করতে গিয়ে সরকারের পক্ষ থেকে ১২১ কোটি খরচ হয়েছে বলে জানা গেছে। এই স্টেডিয়াম নির্মাণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৩৩০ কোটি টাকা খরচ করবে।
জানা গেছে, যেহেতু বারাণসিতে এই স্টেডিয়াম তৈরি হতে চলেছে, তাই এই স্টেডিয়ামে রয়েছে কাশীর ঘাটগুলির ছোঁয়া। শিবের ডুগডুগির আদলে তৈরি হবে ভিআইপি গ্যালারি। এর বাতিস্তম্ভ বা ফ্লাডলাইটগুলিকেও শিবের ত্রিশূলের আকারে তৈরি হবে। স্টেডিয়ামের মূল প্রবেশপথটি বেলপাতার আকারে দেখতে হবে।এই স্টেডিয়ামে আসন সংখ্যা হবে ৩০ হাজারের মত। স্টেডিয়ামটি তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর মাস।
বারাণসীতে স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নকশা দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। এই স্টেডিয়াম দুর্দান্ত ক্রিকেট ম্যাচের সাক্ষী হবে এবং তরুণ ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামে প্রশিক্ষণের সুযোগ পাবেন। তিনি আরও
বলেন, ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্ব ভারতের সঙ্গে সংযুক্ত হচ্ছে। অনেক নতুন দেশ এখন ক্রিকেট খেলতে শুরু করেছে, যার ফলে ম্যাচের সংখ্যা ক্রমশই বাড়ছে। এর জেরে স্টেডিয়ামের চাহিদাও বেড়ে চলেছে। এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি ভবিষ্যতে সেই চাহিদা পূরণ করবে বলে প্রধানমন্ত্রী জানান।বিসিসিআই-কে তাদের অবদানের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই মাপের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন শুধু খেলাধুলাতেই ইতিবাচক প্রভাব ফেলে না, আঞ্চলিক অর্থনীতির বিকাশেও সহায়ক হয়। আগামীদিনে বারাণসীতে এক নতুন ক্রীড়া শিল্প গড়ে উঠবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রাম ও শহরের কোণে কোণে থেকে ক্রীড়া প্রতিভাকে খুঁজে বের করে তাঁদের দক্ষতার বিকাশের ওপর জোর দিতে হবে। ছোট শহর ও গ্রাম থেকে আসা তরুণ-তরুণীরা আজ জাতির গর্ব হয়ে উঠছেন। প্রধানমন্ত্রী তাঁদের জন্য আরও বেশি সুযোগ তৈরির ওপর জোর দেন। খেলো ইন্ডিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, এখানে স্থানীয় প্রতিভা চিহ্নিত করে সরকার তাঁদের আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদে পরিণত করার চেষ্টা করে। এই ক্রীড়া পরিকাঠামো তৈরি হলে তা মেয়েদের উপকার করবে। এখন মেয়েদের খেলাধুলার জন্য বেশি দূর যেতে হবে না। এর পাশাপাশি যে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, তাতে খেলাধুলোকেও গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। দেশের সব রাজ্যেই খেলাধুলোর প্রচার প্রয়াস ঘটছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

বিমান চালাতে নারাজ পাইলট, জয়পুর বিমানবন্দরে বিপাকে যাত্রীরা

রোজ কী খেলে রক্তচাপ ঠিক থাকবে ?

মদের নেশায় স্যানিটাইজার খেয়ে মৃত ৩ , মদ না পেয়ে খেয়ে ফেললেন তিন লিটার স্যানিটাইজার

বেঙ্গল কেমিক্যালের কাছে গাড়ি উঠল ফুটপাথে!ঘটনায় আহত ২ শিশু সহ মোট ৩ জন

সরকারী উদ্যোগে মালদহ জেলায় ২৫টাকা কেজি আলু বিক্রয় শুরু।

আমেরিকান রেসিপি – ‘স্পাইসি চিকেন উইংস’ – অভিনব স্বাদ

নিষিদ্ব মাদক ব্রাউন সুগার সহ এক যুবককে আটক করল বৈষ্ণবনগর থানার পুলিশ।

Malda news :উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুখে মালদহে বেসরকারি বাস ধর্মঘট বিপাকে প্রশাসন

বাংলা সহ ছয় রাজ্যে স্পেশাল অবজারভার ( সাধারণ ও পুলিশ ) নিয়োগ নির্বাচন কমিশনের

গরমের ছুটি শেষ! ৫ জুন থেকে রাজ্যে খুলছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুল