Wednesday , 23 August 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Durgapuja 2023:চরম আর্থিক সংকটের মধ্যেও এবছর দুর্গাপুজোর অনুদান কত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
kartik pal
August 23, 2023 1:18 am

Newsbazar 24:একদিকে রাজ্য চরম আর্থিক সংকটের সম্মুখীন। অন্যদিকে এর মধ্যেই এবারের দুর্গাপুজো কমিটিগুলোকে অনুদান আরও ১০ হাজার টাকা করে বাড়িয়ে দেবার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজো কমিটি গুলোকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল এবার সেটা দশ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা করার কথা ঘোষণা করেন।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গা পুজো কমিটিগুলির কর্ম কর্তাদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলাতেই শারদীয়া উৎসব উপলক্ষে ভার্চুয়ালি প্রশাসনিক এবং সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
এবারের দুর্গাপূজায় অনুমতি পেতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে, তাই নিয়েই ইনডোর স্টেডিয়ামের পুজো কমিটির কর্তাদের পাশাপাশি এই ভার্চুয়াল মিটিংয়ে আলোচনা করবার জন্য প্রতিটি জেলায় ক্লাব থেকে দুজন করে বাঁকা হয়। এদিন মুখ্যমন্ত্রী জানান- “পূজাতে যাতায়াতের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকতে হবে। প্রতিটি পূজা কমিটিকে বেশি করে ভলান্টিয়ার রাখতে হবে। পূজায় মেয়েদের সুরক্ষার ব্যবস্থায় বেশি করে জোর দিতে হবে। বিসর্জনের জায়গায় স্থানীয় প্রশাসনকে আলোর পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। ইমার্জেন্সির জন্য ডাক্তার, নার্স এর ব্যবস্থা রাখতে হবে। হেল্পলাইন নাম্বার গুলোকে ঠিক রাখতে হবে।
সরকারের জনকল্যান মূলক কর্মসূচি গুলোকে প্রচারের জন্য হোর্ডিংর ব্যবস্থা কথা বলেন মুখ্যমন্ত্রী। ট্যুরিজম ডিপার্টমেন্টকে হোর্ডিং দেওয়ার কথা বলেন। ইয়থ এন্ড স্পোর্টস, শিল্প মন্ত্রক থেকে হোর্ডিং, উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট থেকে উত্তরবঙ্গে হোর্ডিং দেওয়ার কথা বলেন।
এদিন Anti Ragging Help Line Number এর শুভ সূচনাও করেন মুখ্যমন্ত্রী।
আগামী ২৪-২৫-২৬ এই তিনদিন কার্নিভালের আয়োজন করা হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন- প্রথমে শুরু করেছিলাম ২৫ হাজার দিয়ে। তারপর করোনার কারনে অবস্থা খারাপ থাকায় ৫০ হাজার করা হয়। তার পরের বছর ৬০ হাজার করা হয়। এবছর সরকারের টাকার অভাব থাকলেও ৬০ হাজার কে বাড়িয়ে ৭০ হাজার করা হলো।
জানা যায় গত বছর রাজ্যের ৪৩ হাজারের কিছু বেশি পুজো কমিটিকে অনুদান দিয়েছিল সরকার। এ জন্য খরচ হয়েছিল ২৪০ কোটি টাকা। এ বার সেই খরচ বেড়ে প্রায় ৩০০ কোটি টাকা হবে বলে মনে করা হচ্ছে।
এদিন অনুদান ঘোষণা করতে গিয়ে মমতা বলেন, ‘অনুদান ঘোষণা করলে কেউ কেউ আবার কোর্টে গিয়ে জনস্বার্থ মামলা ঠুকে দেবে।
অনুদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা টাকাটা এই কারণে দিই যে ক্লাবগুলো সরকারের প্রকল্পগুলির প্রচার করে। মানুষের সচেতনতা বাড়াতে প্রচার করে।
এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন বিদ্যুত্‍ বিল বাবদ পুজো কমিটিগুলিকে মাত্র এক তৃতীয়াংশ দিতে হবে। আর দমকলের জন্য কোনও টাকা দিতে হবে না। আর এই অনুদান ছাড়া পরিবহণ, পর্যটন ও ক্রেতা সুরক্ষা দফতর গুলি বিজ্ঞাপন পায় প্রতিবছর। এবারও তা পাবে।
প্রসঙ্গত সোমবার ইমাম-মোয়াজ্জেমদের সভায় তিনি ঘোষণা করেছিলেন যে ইমাম ও পুরোহিতদের জন্য মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে। তা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। তার জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ইমামরা সরকারের অনেক কর্মসূচি রূপায়ণে সাহায্য করেন। পালস পোলিও, টীকাকরণে সরকারের পাশে থাকেন ওঁরা। মানুষকে সচেতন করতে ভূমিকা নেন। আর পুরোহিতরা অনেকেই গরিব। তাঁদের অবস্থা ভাল নয়। সেই কারণেই ভাতা বাড়ানো হয়েছে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের রেল প্রকল্পে সহায়তা বন্ধ করলো ভারত 

সুদানের একটি পরিত্যক্ত স্বর্ণ খনি ধসে ১৮ জনের মৃত্যু।।

বাঙালি উদ্যোগপতি চন্দ্রশেখর ঘোষ প্রতিষ্ঠিত বন্ধন ব্যাংকের নতুন সিইও ও এমডি হচ্ছেন পার্থ প্রতিম সেনগুপ্ত

kolkata news: সাসপেন্ড হলেন এসটিএফের এক সাব-ইনস্পেক্টর

রায়গঞ্জ গ্রেপ্তার দশ মাদক পাচারকারী

Malda:মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র অসুস্থ

Malda news বিলের ধার থেকে নর কঙ্কাল উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য

আবার সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি মালদায়

উত্তর পূর্ব ভারতের কৃতি নারীদের “দেবী আওয়ার্ড”তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী

সাঁতারে হাওড়ার রিমো সাহার অনন্য কীর্তি