Sunday , 27 November 2022 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

Malda news:পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের ৪.১১কোটি টাকার ঋণ প্রদান

প্রতিবেদক
kartik pal
November 27, 2022 4:49 pm

Newsbazar 24:পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে এবং মালদহ জেলা প্রশাসনের সহযোগিতায় মালদহ জেলায় এক ঋণ প্রদান অনুষ্ঠান ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে রবিবার দুপুরে স্থানীয় দুর্গা কিংকর সদনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ গোলাম রব্বানী, স্বনির্ভর গোষ্ঠী স্ব নিযুক্তি সেচ জলপথ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক চন্দনা সরকার, বিধায়ক আব্দুর রহিম বক্সী, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা শাসক ও জেলা সমাহর্তা নিতিন সিংহানিয়া ,অতিরিক্ত জেলা শাসক জামিল ফাতিমা জেবা, সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের নিগমের এম ডি মৃগাঙ্ক বিশ্বাস সহ আরো অনেকে।
সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম দপ্তর সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও উদ্যোগে ইতিমধ্যে তারা সংখ্যালঘু মানুষের উন্নয়নের জন্য নানান কর্মসূচি গ্রহণ করেছে । তার মধ্যে রয়েছে অর্থনৈতিক কল্যাণ, বৃত্তি, কোচিং জনসচেতনতা এবং ক্যারিয়ার কাউনসিলিং। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে প্রকল্প গুলো রয়েছে সেগুলোর মধ্যে আছে টার্ম লোন, স্বনির্ভর গোষ্ঠীর জন্য মাইক্রোফিন্যান্স, প্রি ম্যাট্রিক্স স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম, এবং স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলার্শিপ এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিনামূল্যে কোচিং এর ব্যবস্থা রয়েছে।
দপ্তর সূত্রে আরো জানা যায় ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সারা রাজ্যে প্রায় দুই কোটি ৮০ লক্ষ ছাত্রছাত্রীকে ছয় হাজার টাকা করে স্কলারশিপ প্রদান করা হয়েছে। ব্যক্তিগত ও স্বনির্ভর গোষ্ঠী মিলিয়ে ১০ লক্ষ ৬১ হাজার সংখ্যালঘু ক্ষুদ্র ব্যবসায়ীদের মোট ২১৭১ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে।
ইতিমধ্যে মালদহ জেলায় ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৩১ লক্ষ ৫৫ হাজার ছাত্রছাত্রীকে ৭০৪ কোটি টাকা স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং ১ লক্ষ ১৬ হাজার সংখ্যালঘু ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের প্রায় ২৫৩ কোটি ৭৫ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সবচেয়ে বেশি পরিমাণ সংখ্যালঘুদের ঋণ ও স্কলারশিপ প্রদান করেছে বলে দাবি করছে।
বিগত ২০২১-২২ সালে মালদহ জেলায় চার লক্ষ দশ হাজার ছাত্রছাত্রীদের ৯৮ কোটি ৭৯ লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করা হয়েছে এবং ১৫০০০ অধিক সংখ্যালঘু ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৩৭ কোটি ৮৭ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে।
এদিনের এই ঋণ প্রদান অনুষ্ঠানে জেলার মোট ৮৯ জনকে ব্যক্তিগত ঋণ এবং ১৪৭ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মোট ৪ লক্ষ ১১ হাজার কোটি টাকার ঋণের অনুমতি পত্র তুলে দেন মন্ত্রী মোঃ গোলাম রব্বানী।
এ বিষয়ে মন্ত্রী গোলাম রব্বানী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উদ্যোগে এদিন মালদহে সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগমে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ঋণ প্রদান অনুষ্ঠান ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরের মধ্য দিয়ে মোট ৪.১১ কোটি টাকার ঋনের অনুমতি পত্র বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের এই প্রকল্পগুলোর মাধ্যমে সারা ভারতবর্ষে সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে ঋণ ও স্কলারশিপ প্রদান করেছে। যা ইতিমধ্যে পথিকৃৎ হিসেবে বিবেচিত হয়েছে। এই দপ্তর স্কচ (গোল্ড) পুরস্কারে ভূষিত হয়েছে। দের উদ্দেশ্য আগামী দিনে এই প্রকল্প গুলোর মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা এবং মানুষদেরকে স্বাবলম্বী করে তোলা।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

বাসর রাতেই ভাঙলো বিয়ে – অভিযুক্ত নববধূ

চাচোল থানা পুলিশের বিশেষ অভিযানে এক ডাকাত গ্রেপ্তার উদ্ধার আগ্নেয়াস্ত্র।

‘মোহনবাগান অ্যাভিনিউ’য়ের পর এবার ইস্টবেঙ্গলের নামে রাস্তার নামকরণ শিলিগুড়িতে, উদ্বোধন রবিবার

বিজেপির কিষান মোর্চার জেলা নেতৃত্ব সাইকেল দিবস পালন করলো ।

ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকা তছরুপের অভিযোগ উঠলো মালদহে।।

Durgapuja 2023: স্বপ্নাদেষ পেযে নিজের হাতেই দুর্গা প্রতিমা গড়ে নিজেই পূজা করেন শীল পরিবারের কনিষ্ঠ সদস্য

প্রাক্তন শিক্ষকনেতার স্মরনে রান্না করা খাবার বিলি বাম শিক্ষক সংগঠনের

দৈত্যাকার ছায়াপথের হদিশ দিলেন বাঙালি জ্যোতিবিজ্ঞানীরা

মানিকচক ব্লকে দিদিকে বলো, কর্মসূচি নিয়ে জনসংযোগ যাত্রার সাংবাদিক বৈঠক গৌর মন্ডলের

G-pay তে এবার থেকে কাটা হবে বাড়তি চার্জ