Wednesday , 27 October 2021 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

কেমন গনেশ মূর্তি পূজা করলে সংসার বা ব্যবসায় নেমে আসবে সমৃদ্ধি? কি বলছে শাস্ত্র ?

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
October 27, 2021 11:29 pm

  পার্বতী চরণ ভট্টাচার্য ঃ  সিদ্ধিদাতা। তাঁর নাম স্মরণে যাত্রা শুভ হয়, কার্যসিদ্ধি ঘটে, অঘটন রোধ সম্ভব হয়। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে সবথেকে বেশি পূজিত দেবতা হলেন গণেশ৷ হাট বাজার, দোকান সব জায়গাতেই নিয়মিত হয় গনেশ পূজা। তবে যে কোন মূর্তিতে গনেশ দেবতার পূজা করলেই হবে না ।কারন  

জ্যোতিষ বাস্তুচিন্তকদের মধ্যে সব গণেশ মূর্তিই সমান ফলদায়ী নয়।
অনেক শাস্ত্রবিদের কুথায় গণেশ ঠাকুরের শুঁড় যদি ডানদিকে থাকে তাহলে সেই গণেশ ঠাকুর শুভ নয় এই মূর্তি বা ছবি বাড়িতে রাখলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।

গণেশ ঠাকুরের এই  মূর্তি বাড়ির বাইরে অন্যত্র এবং কোনও মন্দিরে রাখা উচিত৷ তবে, কোনও গনেশ ঠাকুরের  শুঁড় যদি বাঁদিকে থাকে তাহলে সেটি বাড়িতে পূজার  জন্য খুবই শুভ বলে মনে করা হয়৷

কিন্তু একই ঠাকুরকে কেন দুদিকে শুঁড় থাকার জন্য আলাদাভাবে পূজা করা হয়৷ ??

পুরাণ বলছে , গণেশের জন্ম হয়েছিল মা পার্বতীর নিজস্ব ইচ্ছায়। তাঁর জন্মে শিবের কোনও ভূমিকা ছিল না। বরং পার্বতীর স্নানকক্ষে প্রবেশের পথে বাধা পেয়ে শিব দ্বাররক্ষী গণেশের সঙ্গে যুদ্ধ করেন এবং তাঁর মস্তকছেদন করেন।

 পরে তাঁর মস্তকে হস্তিমুণ্ড স্থাপন করে পার্বতীর রোষ থেকে মুক্ত হন শিব। এই দিক থেকে দেখলে গণেশের দেহ তাঁর মায়ের এবং মস্তক তথা চেতনা তাঁর পিতার দান। পুরাণ অনুযায়ী, পার্বতী অন্নপূর্ণা আর শিব সংসারে উদাসীন এক পুরুষ। গণেশের মধ্যে এই দুই গুণের সমাহার ঘটেছে বলে মনে করা হয়।অপর দিকে পার্বতীর স্থান সব সময়  শিবের বাম দিকে। গণেশের স্থান শিব পার্বতীর ঠিক মধ্যস্থলে। এই অবস্থায় তাঁর শুঁড় যদি ডান দিকে থাকে, তবে ধরতে হবে, সেই মূর্তির মধ্যে সংসারঔদাসীন্য বর্তমান। তিনি সিদ্ধিবিনায়ক হলেও তাঁর কাজ মোক্ষ প্রদান। ফলে বাড়িতে এই মূর্তি মূর্তি তত্ত্ব অনুসারে রাখা উচিত নয়।

বৈজ্ঞানিক মতে, দেহের ডানদিকটি নিয়ন্ত্রণ করে মাথার বাঁদিকের ব্রেন৷ আর বাঁদিকের ব্রেন দিয়ে মানুষ যুক্তিসম্মত ভাবে বিচার করে৷ আবার অপরদিকে ডানদিকের ব্রেন দিয়ে মানুষ আবেগবিহ্বল হয়ে সমস্ত কিছুর চিন্তাভাবনা করে৷ এমনকি মানুষের হার্টও শরীরের বাঁদিকে অবস্থিত৷ পার্বতী এবং শিবের মধ্যে থাকে গণেশ৷ যদি সেক্ষেত্রে ডানদিকে থাকে গণেশের শুঁড়টিও শিবের দিকেই থাকবে৷ সেক্ষেত্রে তিনি সিদ্ধিবিনায়ক হিসেবে পরিচিত৷

 কিন্তু তাঁর শুঁড় যদি বাম দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে,

 তবে তিনি মা পার্বতীর গুণাবলির দিকে ধাবিত। অর্থাৎ, তিনি গৃহসুখের সন্ধান দিতে সমর্থ। তাঁর কৃপায় গৃহে শান্তিসমৃদ্ধি স্থায়ী হয়। গৃহে তাই বামাবর্ত শুঁড়বিশিষ্ট গণেশ মূর্তি রাখাই শ্রেয় বলে মনে করা হয়।

শাস্ত্র মতে বুধবার হল গনেশ ঠাকুরের জন্ম  দিন। এদিন মোদক, দুর্বা ঘাস, গাঁধা ফুল এবং কলা দিয়ে আরাধনা করলে একাধিক উপকার মিলতে শুরু করে। বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবন পথে চলতে চলতে সামনে আসা যে কোনও বাঁধা সরে যেতেও সময় লাগে না। মেলে আরও অনেক উপকার।
এই প্রসঙ্গে বেশ কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন, গণেশ ঠাকুর পার্বতীর সন্তান৷ পুরাণমতে, দেবী পার্বতীর সখী জয়া বিজয়া তাঁকে পরামর্শ দিয়েছিলেন, মহাদেবের জন্য নন্দি রয়েছে কিন্তু পার্বতীর জন্য এমন কেউ নেই৷ এরপরই দেবী পার্বতী চন্দনবাঁটা দিয়ে গণেশের মূর্তি তৈরি করেন এবং তাতে প্রাণসঞ্চার করে৷ পার্বতী পুত্র হিসেবেই সম্বোধন করা হত গণেশকে৷ পরে শিব ঠাকুর তার নাম দিয়েছিলেন গণেশ৷

 

 

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

ভক্ত বৃন্দকে বাইরে রেখে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হল মালদহের ইসকন মান্দিরে

হাওড়া-বর্ধমান মেন শাখায় বাতিল বহু ট্রেন, চলবে উড়ালপুর তৈরির কাজ

मालदा में वैष्णवनगर पुलिस ने एक विशेष अभियान में फिर से अत्याधुनिक आग्नेयास्त्र बरामद किया

Siliguri News: শিলিগুড়িতে নির্মাণ সংস্হার কার্যালয়ে আয়কর হানা

গড়িয়াহাটে বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

টোকিও অলিম্পিকে দ্বিতীয় দিনে ভারতের সাফল্য ও ব্যর্থতা এক নজরে দেখে নিন।।

Birbhum News:আবারও বোমা উদ্ধার বীরভূমের লাভপুরে

আবারো পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র ও হাসুয়া সহ ৫ দুষ্কৃতী গ্রেফতার মালদার কালিয়াচকে।

আবার দ্বন্দে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভা, পাট্টা দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ পৌরপ্রধানের বিরুদ্বে।

মালদা জেলা পরিষদে তৃণমূলের কর্মাধ্যক্ষের ইস্তফা, অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব