ভয়াবহ বিস্ফোরণ ভাঙড়ে,আহত ১১ জন, ৫জনের অবস্থা আশঙ্কাজনক।

newsbazar 24 : শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ  ভাঙড়ে,আহত ১১ জন স্থানীয় সুত্রে জানা যায়  ভাঙড়ের  মালঞ্চ পুকুর এলাকায় বেআইনি চামড়ার কারখানায়  বিস্ফোরণ ঘটেআরও জানা যায়  শনিবার সকাল ৮টা নাগাদ ফেটে যায় ওই চামড়ার কারখানার বয়লা বিস্ফোরণ হয় বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। লোকজন ভয়ে বাড়ী থেকে বেরিয়ে আসেন।  ঘটনায় গুরুতর আহত হন ১১ জন কারখানার শ্রমিক।আহতদের নলমুড়ি ব্লকের  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চারপাঁচজন পুরোপুরি ঝলসে গেছে।আহতদের মধ্যে তিনজনের  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়

 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার ওসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায় এবং বারুইপুরের ডেপুটি পুলিশ সুপার  (ক্রাইম) তমাল সরকার।  ওই কারখানা বন্ধ করে দেয় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শাসক দলের এক নেতার মদতে এই বেআইনি কারখানা দীর্ঘদিন  ধরে চলছে এবং  দিন রাত মেশিন চলে ওই কারখানায় সারাক্ষণ ছাই উড়ে এর ফলে বায়ু দূষণ হচ্ছে বলে তাদের অভিযোগ ছাড়াও  মেশিনের শব্দের জন্য এলাকাবাসী প্রান ওষ্ঠগত।  বার বার স্থানীয় প্রশাসনকে বলেও কোন সুরাহা  হয়নি।অবিলম্বে এই কারখানা বন্ধের দাবী জানিয়েছেন তারা