আয়ুব আন্সারি (news bazar24) : ভারতের অনেক শহরেই 5G পরিষেবা চালু হতে চলেছে। কিন্তু এই পরিষেবা চালু নিয়ে Jio ও Airtel ইউজাররা এখন 5G রিচার্জ প্ল্যানের অপেক্ষা করছেন। আর এই পরিষেবাই কত টাকার রিচার্জ প্যাক হবে তা নিয়ে জল্পনার শেষ নেই।
ইতিমধ্যেই Airtel এবং Jio তাদের 5G পরিষেবা ঘোষণা করেছে। উভয় টেলিকম সংস্থার 5G পরিষেবা বেশ কয়েকটি শহরে পাওয়া যাচ্ছে। এদিকে এই কোম্পানি গুলো জানিয়েছে, আপাতত ইউজাররা নতুন রিচার্জ প্ল্যান ছাড়াই 5G সিগন্যাল পাবেন। মিলবে পরিষেবাও।
খালি এই নয় 5G পরিষেবা সম্পূর্ণরূপে চালু না হওয়া পর্যন্ত ব্যবহারকারীরা এই পরিষেবা পেতে থাকবে।
এখন প্রশ্ন তাহলে কি আগামিতে 5G রিচার্জের জন্য আলাদা প্ল্যান কিনতে হবে ? টেলিকম বিশেষজ্ঞদের একাংশের মতে, কোম্পানিগুলি আলাদাভাবে 5G রিচার্জ প্ল্যান চালু করবে।
রিচার্জ প্ল্যানে কেমন খরচ হবে?
রিচার্জ প্ল্যানে কত টাকা খরচ করতে হবে তা এখনও ঘোষণা করা হয়নি কোন কোম্পানির তরফেই। তবে বিশেষজ্ঞদের মতে, খরচ অনেকটাই বাড়তে পারে । অর্থাৎ 4G -র রিচার্জে যা খরচ হয় তার থেকে সম্ভবত ৪০ % বেশিই খরচ হতে পারে।
এক্ষেত্রে উদাহরণ দেওয়া যেতে পারে 4G পরিষেবার। আপনি যখন 4G পরিষেবার জন্য রিচার্জ করেন তখন কিন্তু নির্দিষ্ট দিন অন্তর রিচার্জ করতে হয়। যেমন টাকা দেন তেমন প্ল্যান পেয়ে থাকেন। 5G-র ক্ষেত্রেও এমন হওয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে টেলি দুনিয়া থেকে জানা গেছে, Jio যে ওয়েলকাম অফার দিয়েছে তা শুধুমাত্র ২৩৯ টাকা বা তার বেশি রিচার্জের প্ল্যান যাঁদের আছে তাঁরাই শুধু পাচ্ছেন। সহজভাবে বলতে গেলে,5G পরিষেবা পাওয়ার জন্য আপনার ফোনে কমপক্ষে ২৩৯ টাকার রিচার্জ থাকতেই হবে। Airtel যদিও এখনও এমন কোনও শর্ত দেয়নি।
5G রিচার্জের জন্য কত টাকা খরচ হবে?
এদিকে একজন Airtel কোম্পানির এক্সিকিউটিভ জানিয়েছিলেন, এখন যে 5G পরিষেবা মিলছে সেজন্য ইতিমধ্যেই পৃথক রিচার্জ প্ল্যান চালু করার কোন পরিকল্পনা তাঁদের নেই। কারণ এই মুহূর্তে 5G ব্যবহারকারীদের সংখ্যা অল্প। কোম্পানিগুলিকে নেটওয়ার্ক নিয়ে আরও কাজ করতে হবে। অর্থাৎ, যখনই কোম্পানিগুলি রিচার্জ প্ল্যান চালু করবে, সমস্ত প্ল্যান নতুন করে সাজানো হবে।