Thursday , 28 March 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

নির্বাচনী বন্ড এর জন্য বিজেপিকে ফল ভোগ করতে হবে , দাবি নির্মলা সীতারমণের স্বামীর

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
March 28, 2024 2:37 pm

news bazarer: গাজোল নাটক আর সিনেমা নিয়ে যা বললেন তৃণমূলের প্রসূন গাজলে নাট্য দিবসের অনুষ্ঠেনে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন সংসদ হয়ে দিল্লি যেতেই হবে। রাজ্যের নাট্যপ্রাণ মানুষদের জন্য কিছু করতেই হবে। সাধারণ মানুষের অভিযোগের কথা সংসদে জানাতে হবে। আর সেই কারণেই নাট্য উৎসবের কথা কানে আসতেই, বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বিষাণ নাট্য মঞ্চে হঠাৎ করে এসে উপস্থিত হলেন নাট্য ব্যক্তিত্ব ও নাট্যকার অভিনেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি এক সময় মালদা জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করেছিলেন । বর্তমানে তিনি তৃণমূলের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী। আজ ছিল বিশ্বনাট্য দিবস হঠাৎ করেই বুধবার সন্ধ্যায় গাজোলের বিষাণ একটি নাট্য সংস্থাতে উপস্থিত হন তিনি। বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে নাটক নিয়ে অনেক আলোচনা করেন নাট্য কর্মীদের সাথে এবং নাট্য পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় এর সাথে। নাটক আর সিনেমার মধ্যে পার্থক্য তুলে ধরেন তিনি ।এবং পাশাপাশি তিনি জানান মালদা জেলার বহু পুরনো একটি নাট্য সংস্থা মালদার গাজোলে রয়েছে ধারাবাহিক ভাবে তারা নাটক করে আসেন। দীর্ঘদিন প্রসূন বাবু নাটক করেছেন আজ বিশ্বনাট্য দিবস উপলক্ষে বিষাণ নাট্য সংস্থার কুশীলব দের সাথে দীর্ঘক্ষণ সময় কাটান প্রশন বাবু। সেখান থেকে তারপর তিনি বেরিয়ে যান এবং গাজোলে ভোট প্রচার করেন। নাট্য সংস্থার নাট্যকর্মী ও পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায় , প্রসুন বন্দ্যোপাধ্যায় কে পেয়ে খুশি সকলেই। পাশাপাশি সংস্থার নাট্য পরিচালক তাপস বন্দ্যোপাধ্যায়ের সাথেও নাটক নিয়ে অনেকক্ষণ আলোচনা করেন তারপর চলে চায়ের আড্ডা। এখানে উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সহ- সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম,, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ ও জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু ও সাগরিকা সরকার , গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য কর্মীবৃন্দ। মালদায় বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের হামলা। এমনই অভিযোগ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। খবরে প্রকাশ, গতকাল গভীর রাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে তরোয়াল দা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে। সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা দেখা যায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর পেয়ে গতকাল রাত্রে ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের শাসকদলের পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গন্ডগোল চলছিল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের পরিবারের সঙ্গে। অভিযোগ আর এই গন্ডগোলের জেরে গতকাল গভীর রাত্রে শাসকদলের গ্রাম পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়। সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে, পূজন দাস ও তার দরবারের বিরুদ্ধে। পাশাপাশি আরও অভিযোগ পুজন দাস ও তার দলবল কমল দাসের পরিবারের লোকদেরকে বেধড়ক মারধর করে। এই মারধরের জেরে গুরুতর আহত হয়ে কমল বাবুর মা তুলি থোকদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পোহাতেই আবার সেই গন্ডগোল মাথাচাড়া দেয়। কমল বাবুর পরিবারের অভিযোগ আজ সকালে থানায় অভিযোগ দায়ের করতে আসার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল রাস্তাতেই কমল থকদার এর পরিবারের উপর হামলা চালায়। যদিও শাসক দলের পাল্টা অভিযোগ কমল থোকদার এবং বিজেপির লোকজনরাই পুজন বাবু এবং তার পরিবারের উপর হামলা চালিয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন পূজন দাস। বাইট – মনোজ দাস বিজেপি নেতা। বাইট – অমূল্য থোকদার, আহত বিজেপি নেতার পরিবারের সদস্য। বাইট — কমল থোকদার, বিজেপি কর্মী। মালদায় বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের হামলা। এমনই অভিযোগ উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। খবরে প্রকাশ, গতকাল গভীর রাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে তরোয়াল দা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে। সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা দেখা যায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর পেয়ে গতকাল রাত্রে ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । নির্বাচনী বন্ড নিয়ে যখন জাতীয় রাজনীতিতে তোলপার, ঠিক তখনই ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকালা প্রভাকর এক সখ্যাৎকার এ বলেছেন, ‘নির্বাচনী বন্ড ইসু্য শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি’৷ অর্থাৎ নির্বাচনী বন্ড ভোটের কাছে সাধারণ ব্যাপার। খালি এই নয়, বুধবার দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকালা প্রভাকর বলেছেন, নির্বাচনী বন্ড এর কারণে বিজেপিকে চড়া মূল্য দিতে হবে৷ ভুগতে হবে দেশের সাধারণ গরীব মানুষকে। তাঁর মতে, এই ইসু্যতে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ আরও গতিপ্রাপ্ত হবে৷ নির্বাচনী বন্ড শুধু ভারতেরই নয়, এটা যে বিশ্বের সবচেয়ে বড় ‘স্ক্যাম’, এটা মানুষ বুঝতে পারছে৷ আর এই ইসু্যতেই দেশের ভোটদাতারা এবার কঠিন শাস্তি দেবে বিজেপিকে৷ ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নির্বাচনী বন্ডের যে তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিজেপি৷ ২০১৯-এর ১২ এপ্রিল থেকে ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপির ঝুলিতে জমা পড়েছে ৬,৯৮৬.৫ কোটি টাকা৷ এরপর পেয়েছে তৃণমূল কংগ্রেস ১,৩৯৭ কোটি টাকা, কংগ্রেস ১,৩৩৪ কোটি এবং ভারত রাষ্ট্র সমিতি ১,৩২২ কোটি টাকা৷ নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেছিল মোদি সরকার এবং স্টেট ব্যাঙ্কের এই বন্ডের মাধ্যমে নাম গোপন রেখেই রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়া যেত৷ কিন্ত্ত সুপ্রিম কোর্ট এই প্রকল্পকে নিষিদ্ধ ঘোষণা করে এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ককে এই বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দেয়৷ বিভিন্ন সমাজকর্মী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সিবিআই, ইডি এবং আয়কর বিভাগের তদন্তের চাপে পড়ে ৪১টি কোম্পানি মোট ৪,১৬৯ কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপির তহবিলে৷ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট প্রশান্ত ভূুষণ বলেছেন, অরবিন্দ ফার্মা কোম্পানি ২০২২-এর ১০ নভেম্বর ইডি হানার দিন মাসের মধ্যে ৫ কোটি টাকা বিজেপির তহবিলে দিয়েছে এবং ফিউচার গেমিং কোম্পানি তাদের দফতরে ২০২১-এর ১ ডিসেম্বর ও ২০২৩-এর ১২ নভেম্বর আইটি এবং ইডি অভিযানের পর বিজেপিকে দিয়েছে ৬০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের আদেশে এই নির্বাচনী বন্ড কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়াতে বিরোধীরা এখন এই ইসু্যকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কতখানি কাজে লাগাতে পারবে, সেটাই দেখার৷

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কৃষি ও ফুল বাগান

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ হলুদ ঝড়। আজ সকালে বেজিংয়ে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। কিন্তু কেন ?

চোপড়া পরিবারে সদস্য বাড়ল, জানালেন পরিণীতির ভাই

Dakshin Dinajpur news:স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে বিশাল বাইক র‍্যালি বিজেপির

ঘুষ দিতে বাধ্য হচ্ছেন উত্তর কোরিয়ার নাগরিকরা, রিপোর্ট রাষ্ট্রসংঘের

স্নানঘরে রাখা একটিই সাবান পরিবারে ব্যবহার আদৌ স্বাস্থ্যকর তো?

জলপাইগুড়ি জেলার কোতয়ালী থানা পুলিশের জালে আটক প্রচুর পরিমানে গাজা সহ এক ট্রাক

জনপ্রিয় তামিল অভিনেতা মোহনের দেহ উদ্ধার রাস্তা থেকে

এন্টালী থানার মতিঝিলের কনভেন্ট লেনে ভরদুপুরে দুষ্কৃতীদের তাণ্ডব আহত ১।

বিজেপি ছাড়ছেন অভিনেত্রী শ্রাবন্তী ।দলের বিরুদ্ধে চাপা ক্ষোভ ব্লাস্ট হলো আজ সকালে

দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে চালু হতে চলেছে নতুন কোভিড হাসপাতাল।