Tuesday , 30 May 2023 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

চেখে দেখতে চান একটু অন্য স্বাদের চিকেনের ডিশ? বানিয়ে ফেলুন চট্টগ্রামের বিখ্যাত বনমোরগের ‘খুড়বো’

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
May 30, 2023 5:25 pm

Newsbazar24: চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের এক অত্যন্ত জনপ্রিয় খাবার হল বনমোরগের মাংস দিয়ে তৈরি খুড়বো। এটি মূলত পাহাড়ি চাকমা প্রজাতির এক অসাধারণ স্বাদের রান্না। এই রান্নায় এক ফোঁটাও তেল পড়ে না। মূল রান্নাটি হয় জলে। উপকরণও খুব সামান্য। সাবেকি খুড়বোতে অবশ্য প্রচুর লঙ্কা দেওয়া হয়। তবে বাড়িতে রাঁধতে গেলে নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। বনমোরগ বা দেশি মুরগি না পেলে সাধারণ মুরগি দিয়েও রান্না করতে পারেন এই পদ।

যা যা লাগবে

দেশি মুরগি বা বনমোরগের মাংস – ৫০০ গ্রাম

হলুদ গুঁড়ো- ১ চামচ

 

শুকনো লঙ্কা- ৩-৪টি (নিজেদের স্বাদ অনুযায়ী)

 

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ২ চামচ

 

রসুন- ২৫-৩০ কোয়া

 

নুন- স্বাদ অনুসারে

 

লেবুর রস

 

ধনে পাতা কুচি (অপশনাল)

প্রণালী
একেবারে প্রথমেই মাংস খুব ভালো করে ধুয়ে নিন। পরিমাণ মতো জল উষ্ণ গরম করে তাতে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। এবার এতে দিয়ে দিন মাংসের টুকরোগুলি। অনেকে এই জলে গোটা গরম মশলা, তেজপাতা এবং আদার টুকরোও দিয়ে থাকেন। মাংস জলে সিদ্ধ করতে থাকুন। চাইলে বোনলেস মাংসও দিতে পারেন। মাংস সিদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে আলাদা করে নিন।
জলে দেওয়া কোনও গোটা মশলা কিন্তু নেবেন না।
মাংস ঠান্ডা করতে দিন। এবার শুকনো খোলায় রসুনের কোয়া এবং শুকনো লঙ্কা ভেজে নিন। রসুন ও লঙ্কা পুড়ে সুগন্ধ বের হলে সেগুলি থেঁতো করে নিন। চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। তবে মিহি করে বাটবেন না। হাড় থেকে মাংসে ছাড়িয়ে নিন। সিদ্ধ মাংসগুলি ছিঁড়ে ছিঁড়ে টুকরো করুন। এবার একটি পাত্রে হাড় বিহীন মাংসের ছেঁড়া টুকরো, লঙ্কা-রসুন বাটা এবং পাতি লেবুর রস নিয়ে এক সঙ্গে মেখে নিন। চাইলে ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন। তবে ভর্তার মতো করে চটকাবেন না। ব্যাস রেডি আপনার রান্না। গরম ভাত, রুটি এমনকি স্যান্ডুইচেও এই খুড়বো মাংস খেতে দারুণ লাগে।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত