Newsbazar24: প্রয়াত হলেন বাংলাদেশি অভিনেতা এবং সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সোমবার, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ফারুকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওপার বাংলার অভিনেতা-অভিনেত্রীরা। ফারুকের পুত্র রওশন হোসেন পাঠান জানান, দেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ফারুক। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৪৮ সালের ১৮ অগাস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় তাঁর অভিষেক হয় । ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়ন মণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়া ভাই’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে লড়াই করেন তিনি। সেই নির্বাচনেই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি।