Newsbazar24: ফের বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার কলকাতার এক ক্লাবে ছিমছাম অনুষ্ঠানে ব্যবসায়ী রুপালি বড়ুয়া সঙ্গে আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করলেন তিনি। আশিসের এই বিয়েতে হাজির ছিলেন তাঁর বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়রা। বিয়ের পর আশিস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”জীবনের এই পর্যায়ে এসে রুপালিকে বিয়ে করাটা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনি বিয়ে করেছি। সন্ধে নাগাদ বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিতে মেতে উঠব।” জানা গিয়েছে অসম কন্যা রুপালির একটি ফ্যাশন স্টোর রয়েছে কলকাতায়। রুপালি জানিয়েছেন, আশিসের সঙ্গে তাঁর বহুদিনের পরিচয়। বন্ধুত্ব থেকেই শুরু। পরে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়ার সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেতা। তাঁদের এক সন্তানও রয়েছে।