Newsbazar: বিহারে জাতিগত জনগণনা চলাকালীন এক ব্যক্তির সন্ধান মিলল, যাঁর নাম রূপচাঁদ। দেখা গিয়েছে তাঁর স্ত্রীর সংখ্যা ৪০! নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে ব্যাপারটা কী? বিষয়টা হল ওই ৪০ জন মহিলাই বিহারের আরওয়াল জেলার নিষিদ্ধপল্লির বাসিন্দা। আর তাঁরা সকলেই স্বামী রৃপচাঁদকে স্বামীর নাম হিসেবে জানিয়েছেন। নিজেদের সন্তানের নাম লেখার সময়ও বাবা হিসেবে রয়েছে ওই নামই। ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ড একটি নিষিদ্ধপল্লি। কিন্তু কে এই রূপচাঁদ? টাকার জন্য বাধ্য হয়ে ওই মহিলারা এই পেশাকে বেছে নিয়েছেন, তাই তাকেই নিজেদের ‘স্বামী’ হিসেবে ধরে নিয়ে নামকরণ করেছেন ‘রূপচাঁদ’। জনগণনা করতে গিয়ে বিষয়টি জানতে পেরে স্বাভাবিকভাবেই অবাক সংশ্লিষ্ট কর্মীরা।