Newsbazar 24:আবারও এভারেস্ট জয়ে বিশ্ব রেকর্ড, ২৮ বার এভারেস্ট জয় করে মঙ্গলবার তিনি এই রেকর্ড গড়লেন। ৫৩ বছরের নেপালের কামি রিতা শেরপা নিজেই নিজের রেকর্ড ভেঙে নজির তৈরি করলেন। ঐতিহাসিক দক্ষিণ-পূর্ব রিজ রুট দিয়ে ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) চূড়ায় পৌঁছেছেন। চলতি মাসেই টানা দু’বার এভারেস্ট জয় করেছেন তিনি। এভারেস্ট ছাড়াও নানা দুর্গম শৃঙ্গ একাধিকবার জয় করেছেন তিনি।নেপালের পর্যটন দপ্তরের আধিকারিক বিগান কৈরালা এই খবরের সত্যতা স্বীকার করেছেন।
কামি রিতার এই এভারেস্ট অভিযানের আয়োজক ছিল সেভেন সামিট ট্রেক নামে একটি সংস্থা। সেই সংস্থার তরফেই জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ২৩ মিনিটে এভারেস্ট জয় করেছেন তিনি। চলতি মাসেই আগেও একবার এভারেস্টে উঠেছিলেন এই শেরপা।
১৯৯৪ সালের ১৩ মে প্রথম বারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন কামি রিতা। মাঝে তিন বছর বেশ কিছু কারণে কর্তৃপক্ষ এভারেস্টের চূড়ায় ওঠা আনুষ্ঠানিক ভাবে বন্ধ রাখে। ওই সময় বাদে প্রায় প্রতি বছরই তিনি সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন। এবারে খারাপ আবহাওয়ার কারণে চলতি বছরে এভারেস্ট অভিযান অনেক দেরিতে শুরু হয়েছে। প্রবল তুষারপাতের জেরে বেশ কয়েকদিন স্থগিত ছিল অভিযান। তারপরেও পাহাড়ে উঠতে গিয়ে গত কয়েকদিনে মৃত্যু হয়েছে একাধিক অভিযাত্রীর। সেই তালিকায় রয়েছেন এক ভারতীয় মহিলাও। তবে এত বিপদ সত্ত্বেও দমিয়ে রাখা যায়নি কামি রিতাকে। চলতি মরশুমে একবার নয়, টানা দু’বার এভারেস্টের শীর্ষে পা রাখলেন তিনি।
এদিকে গত বৃহস্পতিবার (১৮ মে) মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে অসুস্থ হওয়ার পর ভারতীয় এক নারী পর্বতারোহীর মৃত্যু হয়েছে। ৫৯ বছর বয়সী ওই পর্বতারোহী নেপালের একটি স্থানীয় হাসপাতালে মারা যান।