Newsbazar24: হিরোশিমায় মহাত্মা গান্ধির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জি৭ সম্মেলনে যোগ দিতে শুক্রবার জাপান পৌঁছন প্রধানমন্ত্রী। এদিন হিরোশিমায় গান্ধির মূর্তিতে মাল্যদান করে মোদি বলেন, ‘হিরোশিমায় মহাত্মা গান্ধির মূর্তি উন্মোচন বিশেষ বার্তাবহ। আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে শক্তি জোগাচ্ছে মহাত্মার শান্তি, অহিংসা ও ভ্রাতৃত্বের বাণী।’ শনিবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোদি। টুইটারে মোদি লেখেন, ‘প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে। ভারত ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক খতিয়ে দেখেছি আমরা। একই সঙ্গে, ভারতের জি২০ সভাপতিত্ব ও জাপানের জি৭ প্রেসিডেন্সি নিয়ে আলোচনা হয়েছে।’ এদিকে, শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হিরোশিমায় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন মোদি। শনিবার রাতে আবার কোয়াড বৈঠকে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। প্রসঙ্গত, জি-৭ সম্মেলনে এটাই মোদির চতুর্থবার যোগদান। গত বছর জার্মানির বাভারিয়ায় তিনি গিয়েছিলেন। এর আগে ২০২১ সালে ইংল্যান্ডের কর্নওয়ালেও তিনি উপস্থিত ছিলেন। তবে সেবারের সম্মেলন ছিল ভার্চুয়ালি। তারও আগে ২০১৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে প্রথমবার তিনি যোগদান করেছিলেন। ২০২০ সালের সম্মেলনটি বাতিল হয়েছিল করোনা আবহে।