Newsbazar24: হিমাচল প্রদেশে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (৩২)। মঙ্গলবার সকালের ঘটনা। অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। শোনা গিয়েছে, হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় বৈভবীর গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিনেত্রী। গাড়িতে তাঁর হবু স্বামীও ছিলেন। তাঁর চোট তেমন গুরুতর নয় বলেই খবর। বৈভবীকে সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালের সিজন টু-তে দেখা গিয়েছিল। এছাড়াও বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন তিনি। যার মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এছাড়াও ২০২০ সালে ‘ছপাক’ ছবিতে দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।