Monday , 12 August 2024 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

হাবিবপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার নিগ্রহর ঘটনায় কি বলছেন ব্লক ও স্বাস্থ্য কর্মীরা

প্রতিবেদক
Sankar Chakraboty,Admin
August 12, 2024 2:45 pm

news bazar24 ( অভিসেখ দত্ত )     : হাবিবপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার নিগ্রহর ঘটনা নিয়ে যখন উত্তাল জেলা স্বাস্থ্য প্রশাসন ,ঠিক তখনই এই স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে উঠে আসছে একের পর এক অভিযোগ । আদিবাসী অধ্যুষিত ব্লকের অধিকাংশ গ্রামীণ মানুষ যেমন সঠিক পরিষেবা পায়না বলে অভিযোগ ,ঠিক তেমনই এই হাসপাল জুড়ে রয়েছে দালাল রাজের অভিযোগ । যদিও এই অভিযোগ ভিত্তি হীন বলে দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিক বাবর আলীর ।

জেলার  ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলির মধ্যে অন্যতম আর এন  রায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ।এই স্বাস্থ্য কেন্দ্রর উপর নির্ভর করে প্রায় কয়েক  লক্ষ আদিবাসী মানুষের জীবন । ডাইনী সন্দেহে খুন, বাল্য বিবাহ, ঘরে প্রসব জনিত মৃত্যু সব কিছুই বেড়ে যাওয়া বা কমা নির্ভর করে এই স্বাস্থ্য কেন্দ্রের উপর । অথচ এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল পরিষেবা নিয়ে রীতিমত ক্ষুব্ধ বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও এলাকাবাসী ।হাবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীর বাসিন্দা জিগল মুরমু, ্গনেশ শরেন , কনক বসু জানান, আমাদের কাছে এই হাসপাতালটি অনেক গর্বের । বহু পুরাতন এই হাসপাতাল ।এক সময়ে  দুই বাংলার অনেক নামি দামি মানুষের      চিকিৎসা হয়েছে এই হাসপাতালে । কিন্তু সেই মান ও পরিষেবা এখন তলানিতে গিয়ে থেকেছে।গত কয়েক মাষে অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকবার সারপ্রাইসড ভিজিটও করেন বিডিও অংশুমান দত্ত । বেহাল দশার হাল ফেরাতে সময় সীমাও বেঁধে দেন ব্লক সমষ্টি আধিকারিক । কিন্তু কাজের কাজ কিছু তো হয়নি ,উল্টো নিজের স্ত্রীর জরুরী চিকিৎসা করাতে এসে ঝামেলায় ফেঁসে গেলেন । কথা প্রসঙ্গে জানাগেলো , এদিনের ডাক্তার নিগ্রহের ঘটনায় প্রথমদিকে খুব ঠাণ্ডা মাথায় ,অনুরোধের সুরেই নাকি স্ত্রীর চিকিৎসা চেয়েছিলেন অংশুমান বাবু। কিন্তু মাঝ রাতে  স্বাস্থ্য কর্মীরা  হাসপাতাল রুলস নিয়ে কথা বলতে গেলেই ঝামেলার সূত্রপাত হয় ।

এদিন ঘটনা প্রসঙ্গে বিডিরওর সাথে যাওয়া গাড়ি চালক রতন বিশ্বাস জানান, অংশুমান বাবুর স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিলো। জরুরী ভিত্তিতে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন ছিলো । কোনরকমে হাসপাতালে  নিয়ে যাই আমারা। বিডিও সাহেব হাসপাতালের সামনে গাড়ি থেকে নেমে হাপাতালের ভেতরে চলে যান। সেখানে গিয়ে ডাক্তার কে অনুরোধ করেন গাড়ি পর্যন্ত আসার জন্য।রুগীর অবস্থা দেখে বলার জন্য, মেডিক্যাল কলেজ নিয়ে যাবেন না গ্রামীণ হাসপাতালেই চিকিৎসা সম্ভব ? উত্তরে উপস্থিত চিকিৎসক বলেন গাড়ি পর্যন্ত যাওয়া সম্ভব নয় । রুগীকে ভেতরে নিয়ে আসতে হবে । এরপর বিডিও বলেন স্ট্রেচার নিয়ে কাওকে পাঠান ।সেক্ষেত্রেও ডাক্তার নাকি রাজী না হলেই দুই পক্ষে তর্কাতর্কী শুরু হয়। হাত ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করেন অভিযুক্ত বিডিও । স্ত্রীর হঠাৎ শরীর খারাপ হয়ে যাবার ফলে  নিজের মেজাজ ঠিক রাখতে পারেন নি বিডিও, এমনই দাবি গাড়ি চালকের ।

তবে এলাকার কিছু মানুষের অভিমত । হাসপাতালের চিকিৎসক ও বিডিও কারোরই ব্যবহার বা পেশাগত দিক দিয়ে  খারাপ নয়। তবে সেদিন  রাতে হয়ত বিডিও সাহেব নিজের স্ত্রীর হঠাৎ অসুস্থ হয়ে যাবার ঘটনায় ঘাবড়ে গিয়ে উত্তেজিত হয়ে যান ।তবে হাসপাতালের পরিষেবা যে ভালো নয়, সেই অভিযোগ বেশিরভাগ মানুষই মেনে নেয় ।স্থানীয়দের মধ্যে  অনেকেই আবার বলেন , বিডিও অংশুমান দত্ত  মাঝে মধ্যেই হাসপাতালে সারপ্রাইস ভিজিট করার কারণে বেশ ক্ষিপ্ত ছিলেন হাসপাতালের এক শ্রেণীর চিকিৎসক ও কর্মীরা। সেই কারনেই হয়ত এই গণ্ডগোল ।

এদিন রাতে হাসপাতালে বিডিও’র সাথে উপস্থিত থাকা জয়েন্ট বিডিও রাকেশ গাইন, বি সি ডবলু ইন্সপেক্টর অতিন বাগচি ঘটনার বিবরনে জানান, বিডিও সাহেবের স্ত্রীর অবস্থা নিয়ে আমরা সবাই চিন্তায় ছিলাম ।কোথায় নিয়ে যাব বুঝে উঠতে পারছিলাম না। আমরা খালি গাড়ির কাছে এসে একবার রুগীকে দেখার জন্য বলেছিলাম । আমরা জানতে চেয়েছিলাম শহরে নিয়ে আসতে হবে না ঐ হাসপাতালেই চিকিৎসা সম্ভব । কিন্তু অন ডিউটি চিকিৎসক ১০ মিনিট ধরে রুলস শোনাতে থাকেন । রাকেশ বাবুর কথায়, একজন আধিকারিকের সাথে যদি এমন ব্যবহার হয় ! তবে তো সাধারণ মানুষ হাসপাতালের বিরুদ্ধে আমাদের কাছে যে অভিযোগ করে সেটা পুরোটাই  সত্য বলেই প্রমাণিত হয়।এদিনের ঘটনা যা ঘটেছে সেটা একটা পরিস্থিতির উপর নির্ভর ছিলো।

বিডিও নয়,একজন স্বামী তাঁর স্ত্রীর চিকিৎসা না পাওয়ার  জন্য উত্তেজিত হয়ে যা করে থাকেই সেটাই করে ফেলেছেন ।এখানে বিডিও নামটি অপ্রাসাঙ্গিক ।জয়েন্ট বিডিও রাকেশ বাবু আরও বলেন যে ,এই দিনের ঘটনায় লজ্জিত আমরা সবাই ।বিডিও সাহেব নিজে এস ডিও সাহেবের মধ্যস্থতায় বি এম ও এইচ ও ডাঃ  দীপাঞ্জন মন্ডলকে সরি বলে দুঃখ প্রকাশ করেছেন ।তারপরেও কেন এত কথা উঠছে বুঝতে পারছি না ।

তৃণমূল কংগ্রেসের ব্লক সাধারন সম্পাদক সৌগত সরকার জানান, হয়ত বিডিওর মাঝে মধ্যেই হাসপাতাল পরিদর্শন মেনে নিতে পারেন নি সেই চিকিৎসক । বিডিও গিয়ে দেখেছিলেন হাসপাতালে চিকিৎসক থাকেন না । রেগে গিয়ে বলেছিলেন উপর মহলে জানাবেন । এই রাগ থেকেই হয়ত সেদিন নাক দিয়ে রক্ত বের হতে থাকা স্ত্রীর চিকিৎসার সাহায্য করতে প্রথমে এগিয়ে আসতে চাইছিলেন না । সৌগত বাবুর দাবি,হাসপাতালের বেহাল দশা নিয়ে তিনি নিজেই অনেকবার প্রতীবাদ জানিয়েছেন।

বুলবুলচণ্ডীর স্থানীয় যুবক রাহুল প্রসাদের অভিমত, এই হাসপাতালে বিনা কারণে সাপ কাটার ভ্যাক্সিন পর্যন্ত দেওয়া হয়েছে, বিনা চিকিৎসায় শিশু মৃত্যুর মত ঘটনা নিয়ে মাঝে মধ্যেই রুগীর পরিবারদের সাথে ঝামেলা হয় । ভিডিও ভাইরাল হয় না । কেবল এই ভিডিও ভাইরাল কি করে হলো , আর জেলার সি এম ও এচই বা পুলিশের অনুমতি ছাড়া সি সি টিভি ফুটেজ বাইরে কি ভাবে এলো সেটা নিয়ে ভাবতে হবে !

এদিকে এই দিণের ঘটনা যে একজন চিকিৎসক কোনদিন মেনে নিতে পারেন না ।এবং বিডিও যে আইন হাতে নিয়ে  অন্যায় করেছেন সেই কথা দাবি করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক  বাবর আলী ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি । তবে আক্রান্ত চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের অভিযোগ আমার বিরুদ্ধে কোন অভিযোগ থাকতেই পারে, তবে সেই অভিযোগ কেন আমার সিনিয়দের জানানো হলো না ? আমি  এত কিছুর পরেও এখান থেকে চিকিৎসা পেয়েই   সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ওনার স্ত্রী ।  যদিও এই বিষয়ে অভিযুক্ত বিডিও অংশুমান দত্তের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি ।ওনাকে বেশ কয়েকবার ফোন করা হলেও ফোন কেটে দিয়েছেন বা রিং হয়ে গেছে……………।।

WhatsApp channel Join Now
Telegram channel Join Now

সর্বশেষ - কলকাতা

আপনার জন্য নির্বাচিত

জম্মু কাশ্মীরের বাসিন্দাদের হেনস্তার অবসান ঘটাতে “৩৭০ ধারার প্রতিবন্ধকতা” দুর করার প্রয়োজন ছিলঃ স্বরাষ্ট্রমন্ত্রী

মালদায় অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে উদ্ধার হল পেটি পেটি বিদেশি মদ,আটক ৩

Malda Flood:নদী প্লাবিত হয়ে কুড়ি হাজার মানুষ জলবন্দী বামনগোলায়

Siliguri news:অত্যাধিক গরমে পশুপাখিদের কুল রাখতে বেঙ্গল সাফারির অভিনব উদ্যোগ

‘চিকেন পক্স’

Siliguri news:রথ যাত্রার পূর্ন্য দিনে কাঠামো পুজোর আয়োজন শিলিগুড়ি মিত্র সম্মীলনীর

মালদায় বৃষ্টিপাতে স্বস্তি, কিন্তু বজ্রপাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল ৫ জনের,আহত ১০

“চোরেদের কাটমানির রাজত্ব বেশি দিন চলতে পারে না” পশ্চিম মেদিনীপুরের সভায় দিলীপ ঘোষ

অবশেষে পুলিশকেও রাস্তা মেরামতির কাজ লাগতে হল

দুর্গা পুজার অনুদান দেবে সরকার,গত বছরের তুলনায় ১০ হাজার করে বেশি পাবে ক্লাব গুলো