Newsbazar24: হাঁটুতে কাচের টুকরো ঢুকে বিপত্তি।শেষমেশ বৃহস্পতিবার অস্ত্রোপচার করাতে হল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরীকে। জানা গিয়েছে মাস চারেক আগে হাঁটুতে ঢুকেছিল কাচের টুকরো। ঘুণাক্ষরেও বুঝতে পারেননি অনিন্দিতা রায়চৌধুরী। তবে দিন কয়েক আগেই অসহ্য যন্ত্রণা হয় পায়ে। হাঁটতে গেলেই ব্যথা হত। পা ফেলতেই পারছিলেন না। শেষমেশ ডাক্তার দেখাতেই ধরা পড়ে বিষয়টি। এরপরই চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচার করান অনিন্দিতা। আপাতত দিন ১৫ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় হুইল চেয়ারে বসা ছবি শেয়ার করে অনিন্দিতা রায়চৌধুরী লেখেন, “কয়েক দিন যেহেতু পা কম চলবে, তাই মুখ বেশি চলবে।” প্রসঙ্গত, এক্কা দোক্কা’, ‘ধুলোকণা’, ‘গুড্ডি’, ‘দেশের মাটি’র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরীকে।