Share on whatsapp
Share on twitter
Share on facebook
Share on email
Share on telegram
Share on linkedin

স্ত্রী অক্ষতাকে সাথে নিয়ে  লন্ডনের  রাস্তায় গো-পুজো করলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

news bazar24: অবাক করা কান্ড।লন্ডনের রাস্তায় নাকি গো-পুজা।গো-পুজো করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক। স্ত্রী অক্ষতা মূর্তিকে সাথে নিয়ে খোদ লন্ডনের ব্যাস্ত রাস্তায় করলেন এই গো-পুজো। আর এর পরেই লন্ডন তথা ব্রিটেনে বসবাসকারী বহু ভারতীয় এই ঘটনায় সুনাকের প্রশংসা করে চলেছেন।স্থানীয় লন্ডন বসবাসকারী সুমিত অরোরা নামে এক ব্যক্তি পুজোর ভিডিও টুইট করে লেখেন, ‘কে ? ঋষি সুনাক।কোথায় ? লন্ডন না ইংল্যান্ড। কে গরু পুজো করছেন।সেটা বড় কথা নয়। এটাই বড় কথা আমাদের মহান সাংস্কৃতিক ঐতিহ্য যা নিয়ে গর্ব করা উচিত।’

তাঁর মতোই আরও অনেকে ছবি ভিডিও শেয়ার করে প্রশংসা করেছেন ঋষি সুনাকের। কিছু ভিডিওতে দেখা গেল, একটি গরুর সামনে দাঁড়িয়ে আরতি করছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং তাঁর স্ত্রী অক্ষতা। এর আগে তিনি ভক্তিবেদান্ত মানোর মন্দিরে জন্মাষ্টমী উৎসব পালনের ছবি পোস্ট করেছিলেন।

খালি এই নয় গত বছর দীপাবলির দিন নিজের বাসভবনে প্রদীপ জ্বালিয়ে লক্ষ লক্ষ ব্রিটেনবাসী ভারতীয়ের মন জিতে নিয়েছিলেন সুনাক।এদিকে রাজনৈতিক বিশ্লেষক দের অভিমত  ভারতীয়ত্ব এবং হিন্দুত্বের এই তাস সুনাক খুব বুঝেশুনেই যে খেলছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

    এদিকে লন্ডন সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এগিয়ে লিজ ট্রাস। বরিস জনসনের পর তিনিই পদে বসবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।আর সুনাক চাইছেন ব্রিটেন জুড়ে প্রায় ১৫ লক্ষ ভারতীয়র সমর্থন আদায় করে সফল হতে। আর এই ১৫ লক্ষ ব্রিটেনের জনসংখ্যার ২.৫ শতাংশ এবং দেশের জিডিপি-র ৬ শতাংশ এঁদের ওপরেই নির্ভর করে। তাই সুনাককে একদম তাচ্ছিল্যের চোখে দেখা উচিত না।কারণ কিছুদিন আগেই এই সুনাকের  কল্যাণ কামনার জন্যই যজ্ঞ করেছিলেন বহু প্রবাসী ভারতীয়।     

 

 

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on email
Share on telegram
Share on linkedin

Latest News