Friday , 13 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

স্ত্রীর শেষ ইচ্ছানুযায়ী চিতাভস্ম বিসর্জন দিয়ে ফিরে যাবার পথে মর্মান্তিক মৃত্যু, অনাথ হয়ে গেলেন দুই নাবালক কন্যা

প্রতিবেদক
kartik pal
June 13, 2025 6:00 pm

Newsbazar24: আহমেদাবাদে অভিশপ্ত বিমান দুর্ঘটনায় বহু মানুষ তার আত্মীয় পরিজনকে হারিয়েছেন। তাদের অনেকেই কথা বলার মত পরিস্থিতিতে নেই। ভয়াবহ এই দুর্ঘটনা কেউ হারিয়েছেন তার বাবাকে, কেউ হারিয়েছেন তার মাকে কেউবা ছেলে বা মেয়েকে হারিয়েছেন। এমন অনেক হৃদয়বিদারক কাহিনী আমাদের সামনে আসছে।
এই বিমান দুর্ঘটনার মৃত্যু হয়েছে হতভাগ্য অর্জুন ভাই পাটোলিয়ার যিনি গুজরাটের আমরেলির বাসিন্দা। লন্ডনে সদ্যপ্রয়াত তার স্ত্রীর শেষ ইচ্ছা অনুযায়ী প্রয়াত স্ত্রী’র অস্থি বিসর্জন দিতে এসেছিলেন গুজরাটে। এটাই তার শেষ যাত্রা হবে সে কোনদিন কল্পনাই করতে পারেননি।
তার এই মর্মান্তিক মৃত্যুর পর এখন লন্ডনে থাকা দুই মেয়ে অনাথ হয়ে পড়েছে। মায়ের মত তাদের পিতাও চলে গেলেন না ফেরার দেশে।


জানা গেছে গুজরাটের আমরেলির বাসিন্দা, অর্জুন ভাই পাটোলিয়া তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে লন্ডনে থাকতেন। তার স্ত্রী ভারতীবেন পাটোলিয়া চলতি বছর ২৬ মে লন্ডনে প্রয়াত হন। স্ত্রী’র শেষ ইচ্ছা অনুসারে চিতা-ভস্ম আমরেলি জেলার তার নিজ গ্রামের পুকুরে বিসর্জন দিয়ে ফিরে যাচ্ছিলেন।কিন্তু বিমান দুর্ঘটনা তার প্রাণ কেড়ে নিল।
অর্জুন ভাই পাটোলিয়ার দুটি ছোট মেয়ে রয়েছে, যাদের মধ্যে একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের বয়স ৪ বছর। সত্যিই এটা এক হৃদয়বিদারক ঘটনা, ছোট্ট দুই শিশু তার মা এবং পরবর্তীকালে পিতাকেও হারাল।
মৃত প্রতিটি পরিবারের এরকম বহু হৃদয়বিদারক দৃশ্য আস্তে আস্তে আমাদের সামনে আসবে।

সর্বশেষ - ব্যবসা