news bazar24:
বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে ,যেখানে দেখা গেছে সকলের প্রিয় জগদ্ধাত্রী সিরিয়ালটি এক ধাক্কায় টিআরপিতে অনেকটা নেমে গেছে। সপ্তাহের প্রথমে টিআরপিতে জগদ্ধাত্রী সিরিয়ালটি তালিকার এক নম্বরে উঠে আসা সত্বেও সপ্তাহের শেষে দেখা গেল এই সিরিয়ালটিকে টপকে অন্যান্য সিরিয়ালগুলি টিআরপিতে প্রথম জায়গা দখল করে নিয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ করে এই সিরিয়ালটি টিআরপি তালিকায় এতটা কম নম্বর পেল কি করে? তাহলে কি জগদ্ধাত্রী নতুন গল্প দর্শকদের ভালো লাগছে না? এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক।
তিনি জানান, “এই সিরিয়ালটি তার প্রথম তবে প্রথম কাজ, তাকে সাফল্য এনে দিয়েছে। দর্শকমহলে তিনি একটা আলাদা নামে পরিচিত।”
তিনি আরো জানান ,”টিআরপি তালিকায় যখন তার অভিনয় করা সিরিয়ালটি এক নম্বরে ছিল তখনও তিনি অতটা উৎফুল্ল ছিলেন না। খেয়াল করে দেখা যাবে যে সিরিয়াল টিআরপি তালিকায় প্রথমে আছে এবং যে দ্বিতীয়তে আছে তাদের মধ্যে নাম্বারের তফাৎ খুব একটা নয়। এছাড়া তিনি দর্শকদের ভালোবাসা পাচ্ছেন এটাই তার বড় পাওনা।”