Wednesday , 11 June 2025 |
  1. Delete-31-10-24
  2. উপাসনা এবং ধর্ম
  3. কলকাতা
  4. কৃষি ও ফুল বাগান
  5. খেলা
  6. গ্রহ শান্তি
  7. চলো যাই
  8. জানা অজানা
  9. দেশ
  10. পড়াশোনা
  11. পথ চলতি
  12. পেশা প্রস্তুতি
  13. প্রযুক্তি ও বিজ্ঞান
  14. ফ্যাশান
  15. বিজ্ঞাপন

সামশেরগঞ্জের দাঙ্গা নিয়ে মুখ্যমন্ত্রীর বহিরাগত-তত্ত্ব খারিজ পুলিশেরই চার্জশিটে, অভিযুক্ত ১৩ জন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের

প্রতিবেদক
kartik pal
June 11, 2025 1:27 pm

Newsbazar24:- মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ভয়াবহ দাঙ্গায় ষ পিতা পুত্র -হরগোবিন্দ দাস ও চন্দন দাসের-নৃশংস হত্যাকাণ্ড ঘিরে রাজ্য রাজনীতিতে চরম সোরগোলের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন , “বহিরাগতরা চক্রান্ত করে এই দাঙ্গার সৃষ্টি করেছে। তাঁর বক্তব্যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল পাশাপাশি এই প্রশ্ন উঠেছিল-এই হামলার মূল উদ্দেশ্য কী?
তবে এখন মুখ্যমন্ত্রীর সেই তত্ত্বকে খারিজ করে দিল রাজ্য পুলিশের চার্জশিট, স্বাভাবিকভাবেই এই ঘটনা শাসক দলের জন্য এক বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে, এই দাঙ্গায় জড়িত ১৩ জন অভিযুক্তের প্রত্যেকের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়। অভিযুক্তদের নাম দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফকরুল হক, আজফারুল শেখ, মনিরুল শেখ, একবাল শেখ, নুরুল ইসলাম, সাবা করিম, হজরত শেখ, আকবর আলি এবং ইউসুফ শেখ। অর্থাৎ, মুখ্যমন্ত্রী যাদের ‘বহিরাগত’ বলে দাগিয়েছিলেন, পুলিশি তদন্ত বলছে তারা প্রত্যেকেই স্থানীয়। পুলিশ নিজেই এই চার্জশিটে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো বাইরের শক্তি নেই।

এই তথ্য সামনে আসতেই পুরান বিরোধীদল বিজেপি তৃণমূল সরকারের তীব্রভাবে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “প্রমাণ হয়ে গেল-তৃণমূলের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মন ঘোরানোর জন্য মিথ্যা প্রচার করেছিলেন। জঙ্গি বা মৌলবাদী শক্তিকে আড়াল করতেই তিনি ‘বহিরাগত’ নাটক করলেন।” এমনকি বিজেপির দাবি, এই দাঙ্গা পরিকল্পিতভাবে হিন্দুদের উপর আক্রমণ ছিল, কিন্তু তৃণমূল সরকার ধর্মীয় ভারসাম্য রক্ষা ও ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে ঘটনাকে অন্যদিকে ঘোরাতে চেয়েছে।
অন্যদিকে, তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। শাসক দলের মুখপাত্রদের যুক্তি, “বহিরাগত” মানে সবসময় অন্য রাজ্যের লোক নয়, এটি রাজনৈতিক অপশক্তিকেও নির্দেশ করতে পারে যারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়। যদিও পুলিশের চার্জশিটে এই ব্যাখ্যার কোনও ভিত্তি পাওয়া যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসনব্যবস্থা, মুখ্যমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা এবং পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত তদন্ত যদি স্বচ্ছভাবে হয় তাহলে অনেক কিছুই বেরিয়ে আসবে যা শাসক দলের পক্ষে। অনুকূল নয়। মুর্শিদাবাদের এই ঘটনা বাংলার রাজনীতিতে নতুন করে ধর্মীয় ও আইনশৃঙ্খলার প্রশ্নকে উস্কে দিয়েছে। মুখ্যমন্ত্রীর ‘বহিরাগত’ তত্ত্ব বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এবং বিজেপি এই পরিস্থিতিকে ভোটের ময়দানে কাজে লাগাতে মরিয়া।

সর্বশেষ - ব্যবসা

আপনার জন্য নির্বাচিত

কেন শুরু হয়েছিল রামনবমীর পুজো? জেনে নিন, পুজোর নানা গুরুত্ব

রাজস্থানে বিদেশি পর্যটককে নিগ্রহ অটোচালকের

রাজস্থানে বিদেশি পর্যটককে নিগ্রহ অটোচালকের

‘পশ্চিমবঙ্গ দিবস’ প্রসঙ্গ – মুখোমুখি বিজেপি তৃণমূল 

ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতার নামে তাণ্ডব, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, গুলিবিদ্ধ দুই, নামানো হল বিএসএফ

প্রয়াত হলেন ৪১ বছর বয়সী   ' ভাবিজি ঘর পর হ্যায় '   সিরিয়ালের খ্যাত দীপেশ ভান।

প্রয়াত হলেন ৪১ বছর বয়সী ' ভাবিজি ঘর পর হ্যায় ' সিরিয়ালের খ্যাত দীপেশ ভান।

সিপিএমের আনুষ্ঠানে আমন্ত্রিত বাংলাদেশের শিল্পী রেজওয়ান – ক্ষুব্ধ দিলীপ

তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জল চৌধুরি সমর্থনে  কর্মী সভা।

তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জল চৌধুরি সমর্থনে কর্মী সভা।

নাবালিকার মুখে অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত ধৃত নাবলক

নিউজিল্যান্ডের সংসদভবনে ঘটে গেলো এক আশ্চর্য ঘটনা 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে কনভেনশন